
নীলসাগর একটি ঐতিহাসিক দীঘি। এই দীঘিটি নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত৷ মোট ৫৩.৯০ একর জমির ওপর নীলসাগর দীঘির অবস্থান। তারমধ্যে জলভাগ ৩২.৭০ একর এবং পাড়ের জমির পরিমাণ ২১ একরের মতো। ধারণা করা হয়, ঐতিহাসিক বৈদিক রাজা বিরাট এই দীঘিটি খনন করেছিলেন। তারপর থেকে এটি বিরাট দীঘি হিসেবেই পরিচিত ছিল৷ পরবর্তীতে অবশ্য বিন্না দীঘি নামেও …
- August 30, 2019
- 255
- 0 comment