মায়াবি সৌন্দর্য্যের ‘সংগ্রামপুঞ্জি জলপ্রপাত’ - Hosted By sumaya linda
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত ‘সংগ্রামপুঞ্জি জলপ্রপাত’। সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে এই জলপ্রপাত অবস্থিত। এখান থেকে জাফলং জিরো পয়েন্ট মাত্র ১ কিলোমিটার পশ্চিমে।
পাহাড়, জলপ্রপাত এবং নদীর সম্মিলন স্থানটিকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলেছে। সংগ্রামপুঞ্জি জলপ্রপাতটি বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তি পর্যটন এলাকা জাফলংয়ের মধ্যে পরে। এই জলপ্রপাতটি সংগ্রামপুঞ্জিতে অবস্থিত বলে, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত নামেই পরিচিত।
ভারতের অভ্যন্তরে থাকা উঁচু পাহাড়শ্রেণী থেকে নেমে আসা একটি ঝর্ণা সংগ্রামপুঞ্জি জলপ্রপাতের উৎস। মৌসুমী বায়ুপ্রবাহের কারণে বর্ষাকালে পানিতে টইটম্বুর হয়ে ওঠে জায়গাটি। জলপ্রপাতটির পানি এতটাই স্বচ্ছ যে এটিও আকর্ষণের অন্যতম একটি কারণ। আর পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য তো মনকে ভরে দেয়। বৃষ্টির সময় সবকিছু মিলিয়ে এখানে এক অপার্থিব মায়াবি সৌন্দর্য্যের সৃষ্টি হয়। তাই অনেকে একে মায়াবী ঝর্ণা নামেও জানেন।
সংগ্রামপুঞ্জি জলপ্রপাত কয়েকটি ধাপবিশিষ্ট। পাহাড় বেয়ে নেমে আসা জলপ্রপাতটির পানির গর্জন ভেসে আসে অনেক দূর থেকেই। আর একটু এগোলেই চোখে পড়ে গাছ, পাথর আর পানির অপূর্ব মেলবন্ধন। তাছাড়া পাহাড়ের গা-বেয়ে বেশ কয়েকটি ধারায় নেমে আসে স্বচ্ছ পানির স্রোত। একসময় সবুজ ঝোপের ভেতর দিয়ে, আবার কখনো উন্মুক্ত পাথরের বুক চিরে নেমে আসে এ ধারা। ঝরণার পানি বেশ কিছুটা নিচে এসে জমা হয়ে ছোট একটি পুকুরের মতো সৃষ্টি হয়েছে; যার তিন দিকেই রয়েছে বড় বড় পাথরের চাই।
বর্ষাকালে প্রকৃতিপ্রেমী সবার সমাগমে মুখরিত হয়ে ওঠে এই জলপ্রপাতটি। তবে এখনো মাধবকুণ্ড বা বিছনাকান্দির মতো পরিচিতি না পাওয়ায় অনেক পর্যটক এখানে না ঘুরেই চলে যান।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.