মৌলভীবাজার; প্রাকৃতিক সৌন্দর্যের একটি জেলা - Hosted By shafi_saykat
পবিত্র ভূমি হিসেবে খ্যাত বাংলাদেশের সিলেট বিভাগের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার এই মৌলভীবাজার জেলা। হিন্দু ধর্মের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থে (যেমন, মহাভারত এবং রামায়ন) এই মৌলভীবাজার এর উল্লেখ রয়েছে। পূর্বে মোঘল শাসনামলে মৌলভীবাজার মোঘল সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তাছাড়া হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) ইসলাম প্রচারের জন্য এই মৌলভীবাজার ভ্রমণ করেছিলেন।
মৌলভীবাজার জেলার পৌরসভাকে অন্যতম সুন্দর পৌরসভা হিসেবে গণ্য করা হয়। আর এখন এই পৌরসভাকে প্রশাসনিক উদ্যোগে আরো উন্নত করার জোর প্রচেষ্টা চলছে। এই জেলা সাতটি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো: কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, মৌলভীবাজার সদর, রাজনগর এবং শ্রীমঙ্গল।
১৮০০-শতকের মাঝামাঝি সময়ে মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ নামক ব্যক্তি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকান স্থাপন করেন। এবং সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ ছিলেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর বংশধর। মৌলভী সাহেবের প্রতিষ্ঠিত এ বাজারে ধীরে ধীরে লোকসমাগম বাড়তে থাকে। ক্রেতা-বিক্রেতার আনাগনার মাধ্যমে মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে মৌলভীবাজারের খ্যাতি, আর সেই থেকেই এই মৌলভীবাজার এর সৃষ্টি।
বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে মৌলভীবাজার ঐতিহ্যপূর্ণ একটি জেলা। আমাদের দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে এ জেলার ভূমিকা অপরিসীম। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মৌলভীবাজার জেলা পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। এখানকার পরিবেশে এক ধরণের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দৃষ্টিনন্দন চা বাগান, আদিবাসীদের স্বতন্ত্র সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এ জেলাকে করে তুলেছে অনেকটাই আলাদা।
মৌলভীবাজার জেলা পূর্ব থেকেই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ার কারণে প্রায় শতাধিক পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। তবে ইতিহাসের গুরুত্ব বহন করা এসব স্থাপনাগুলোর কোনোটি আংশিক, আবার কোনোটি পুরোপুরি ধ্বংসের পথে।
এ জেলায় বেশ কিছু নয়নাভিরাম স্থান রয়েছে, যেগুলো প্রতি মুহূর্তে ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছু দর্শনীয় স্থান হচ্ছে- মাধবপুর লেক, বাইক্কা বিল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওড়, নয়নাভিরাম হামহাম জলপ্রপাত ইত্যাদি।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.