রাজধানীর যান্ত্রিক জীবনযাপন থেকে একটু বিরতি নিতে চাইলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। ভ্রমণ বলতে শুধু দূরে কোথাও ঘুরতে যাওয়াকে বোঝাচ্ছি না। আপনি চাইলে কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। যেমন ধরুন মৈনট ঘাট।
ঢাকা জেলার দোহার উপজেলার পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে মৈনট ঘাট। দোহার থেকে দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। নদীর অপর পাড়ে ফরিদপুরের চরভদ্রাসন। পদ্মা ভাঙতে ভাঙতে দোহারের প্রান্তে এখন চরমোহাম্মদপুরে এসে ঠেকেছে। এখানেই ঘাট। ঘাটের পাশেই প্রতিদিন সকালে মাছের বিশাল বাজার বসে। আশেপাশেই রয়েছে মাঠের পর মাঠ বাদাম ক্ষেত। বেশি সুন্দর দেখায় ভর-বর্ষাতে; আশপাশের বাদাম ক্ষেত যখন পানিতে ডুবে যায়, তখন নাকি সত্যি সমুদ্রের মতো লাগে।
মৈনট ঘাট থেকে দূরে তাকালে সমুদ্রের বেলাভূমির কিছুটা আভাস মেলে। দিগন্ত ছুঁয়ে থাকা পদ্মার উত্তাল ঢেউয়ের মাথায় দুলতে থাকা নৌকা, পাড়ে সারিবদ্ধ বাহারি রঙের ছাতার তলায় পেতে রাখা হেলান-চেয়ার। ঘাটের কাছাকাছি দুই পাশে খাবার হোটেলের সারি। সেগুলোর সাইনবোর্ডে ঘাটের পরিচিতি ‘মিনি কক্সবাজার’।
মৈনট ঘাটের বয়স কত, তা কেউ সঠিক বলতে পারে না। তবে মিনি কক্সবাজার হিসেবে ঘাটের নতুন পরিচিতি বছর দুয়েক। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই নতুন পরিচয় পায় ঘাটটি।
বর্তমানে লোকসমাগম বাড়তে থাকায় এখানে বেশ কিছু নতুন হোটেল হয়েছে। নদীতে বেড়াতে যাওয়ার জন্য ছাউনি দেয়া নৌকা এসেছে ডজনখানেক। ঘণ্টাপ্রতি নৌকা ভাড়া করে ঘুরে বেড়াতে পারেন।
Listing Features
Tags
Gallery - Photos
Items Reviewed - 1
Add Reviews & Rate
You must be logged in to post a comment.
S. faisal
ঢাকার খুব কাছে, তাই যখন তখন যাওয়া যাবে।
February 15, 2019 1:23 am