মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত কৃত্রিম জলাধার মাধবপুর হ্রদ। বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে এই হ্রদ অন্যতম। উপজেলা সদরের ৫ কিলোমিটার দূরে ন্যাশনাল টি কোম্পানির সত্ত্বাধীন মাধবপুর চা-বাগানের ১১ নম্বর সেকশনে এই হ্রদের অবস্থান।
মাধবপুর হ্রদটির আয়তন প্রায় ৫০ একর। এখানে আসা পর্যটকদের জন্য চা বাগান কর্তৃপক্ষ লেকের পাড় ঘেঁষে হেঁটে বেড়ানোর জন্য সরু পথ এবং টিলার ওপর খড় দিয়ে তাঁবু তৈরী করে দিয়েছে। নিরাপত্তার কারণে এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান করা যায়।
এই হ্রদ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানা যায়, “চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। এ জন্য পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোই চা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি বেশি সময় থাকে না।
তাই পানির প্রয়োজনে প্রতিটি বাগান কর্তৃপক্ষই একাধিক জলাধার তৈরী করে থাকেন। স্থানীয় চা শ্রমিকরা এসব জলাধারকে ‘ডাম্প’ বলে থাকে। ১৯৬৫ সালে মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ বাগানের মধ্যে অবস্থিত তিনটি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রাখার মাধ্যমে গড়ে তোলেন মাধবপুর হ্রদ।”
মাধবপুর হ্রদের পানিতে নীল পদ্ম আর বেগুনী শাপলা দেখা যায়। আরো দেখা যায় গোলপাতা আর শালুকের ঝাড়। টিলার ঝোপঝাড়ে নানান বর্ণের বুনো ফুল ফুটলেও ভাঁট ফুলই প্রধান। জায়গাটির অবস্থান চা বাগানের ভেতর বলে প্রাকৃতিক গাছের পরিমাণ খুবই অল্প, তবে কিছু ছায়া বৃক্ষ দেখা যায়।
এছাড়া হ্রদের পানিতে দেখা যায় বিভিন্ন জাতের হাঁস। যেমন: সরালি, পানকৌড়ি, জলপিপি প্রভৃতি জলচর ও পরিযায়ী পাখি।
Listing Features
Tags
Gallery - Photos
Items Reviewed - 1
Add Reviews & Rate
You must be logged in to post a comment.
Ali Faisal Dip
চাবাগান, টিলা আর লেক সব মিলিয়ে অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য।
February 18, 2019 1:24 am