বাংলাদেশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদারবাড়িগুলোর মধ্যে করটিয়া জমিদারবাড়ি অন্যতম। ইতিহাস আর ঐতিহ্যে এই জমিদারবাড়ি আলাদা এক স্থান করে নিয়েছে। এটি এখন মানুষের ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন করটিয়া জমিদারবাড়ি থেকে।
টাঙ্গাইল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে পুটিয়ার তীর ঘেঁষে আতিয়ারচাঁদ খ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর জমিদারবাড়ি। নিরিবিলি পরিবেশের এই জমিদারবাড়িটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ০.৫ কিলোমিটার প্রস্থবিশিষ্ট প্রাচীর দিয়ে ঘেরা।
জমিদারবাড়িটিতে রয়েছে লোহার তৈরি ঘর, রোকেয়া মহল, রানীর পুকুরঘাট, ছোট তরফ দাউদ মহল এবং বাড়িসংলগ্ন মোগল স্থাপত্যের আদলে গড়া মসজিদ। এ সবই এক ঐতিহাসিক স্থাপত্য। মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত জমিদারবাড়িটি প্রথম দর্শনেই আপনার মন কেড়ে নেবে। মোগল স্থাপত্যশিল্পের নিদর্শন রোকেয়া মহল নি:সন্দেহে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদা পাওয়ার দাবি রাখে।
করটিয়া জমিদারবাড়ির দক্ষিণে অবস্থিত মসজিদটি প্রায় ১৪০ বছরের পুরোনো। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে সম্প্রসারিত এই মসজিদটি ৩টি অংশে বিভক্ত। ১৮৭১ সালে হাফেজ মাহমুদ আলী খান পন্নী মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদের সামনে রয়েছে ত্রিকোণবিশিষ্ট মিনার। মিনারের দুই পাশে সিঁড়ি। মসজিদের মূল অংশে রয়েছে ৫টি দরজা। দ্বিতীয় অংশে উত্তর ও দক্ষিণে ১টি করে দরজা এবং তৃতীয় অংশের পূর্ব দিকে রয়েছে ৫টি দরজা। ভেতরে প্রাচীন আমলের তিনটি ঝুলন্ত ঝাড় এবং একটি সিন্দুক রয়েছে।
Listing Features
Tags
Gallery - Photos
Items Reviewed - 2
Add Reviews & Rate
You must be logged in to post a comment.
Syed Rajeeb
আটিয়ার চাদ
May 10, 2019 5:33 amস্কুল,কলেজ,মাদরাসা সবই উনার দেয়া
Ali Faisal Dip
টাঙ্গাঈলের অন্যতম পরিচিত জমিদার বাড়ি
February 16, 2019 7:42 pm