বর্ষা এলেই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পাহাড়ি ঝর্ণাগুলো জীবন্ত হয়ে ওঠে। এমনি এক ঝর্ণা কমলদহ ঝর্ণা। এটি খৈয়া ও নাপিত্তাছড়া ঝর্ণার মতো অতটা পরিচিত না হলেও বড় দারোগার এই ঝর্ণাটি দিনদিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
কমলদহ ঝর্ণা দেখতে হলে প্রথমেই যেতে হবে মিরসরাইয়ের বড় দারোগার হাটে। সেখান থেকে পূর্ব দিকের গহীন বনে পাহাড়ের ভেতর দিয়ে ৩০ মিনিটের পথ হাঁটলেই দেখা মিলবে এই কমলদহ ঝর্ণার। এই পথে যাওয়ার জন্য কোনো গাইড লাগে না, স্থানীয় মানুষই গাইড হিসেবে কাজ করে। তারা ট্রেনিং নিয়েই এই কাজ করছে। তাছাড়া এরা এখানে থাকার ব্যাবস্থাও করে দিতে পারে বেশ ভালোভাবে।
বর্ষাকালে এই ঝর্ণার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। এ সময় পাহাড় থেকে নেমে আসা টইটুম্বুর ছড়ার পানিতে নেমে এগিয়ে যেতে হবে ঝর্ণার দিকে। চারিদিকে সবুজ জঙ্গলে ঘেরা পাহাড় চিড়ে ৫০ ফুট উপর থেকে পড়ছে এই কমলদহ ঝর্ণা। স্থানীয়রা জানান, প্রতিদিন নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসছে এই কমলদহ ঝর্ণা দেখতে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.