চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি বৃহৎ জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণা। আমাদের দেশের অন্যান্য ঝর্ণার তুলনায় খৈয়াছড়া ঝর্ণা ও এর ঝিরিপথ অন্যতম বৃহৎ। সেই হিসেবে একে ঝর্ণার রানীও বলা চলে খৈয়াছড়া ঝর্ণায় মোট ৯টি বড় ঝর্ণার ধাপ রয়েছে। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এই ঝর্ণারটি অবস্থিত বলে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে “খৈয়াছড়া ঝর্ণা”।
মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব দিকে এই ঝর্ণার অবস্থান। ঝর্ণাটির অবস্থান পাহাড়ের ভেতরের দিকে হওয়ার ফলে সরাসরি কোনো যানবাহনে করে ঝর্ণাটির কাছে পৌঁছানো যায় না। পায়ে হেঁটে অথবা সিএনজি ব্যবহার করে ঝর্ণাটি যে গ্রামে অবস্থিত সেখানে পৌঁছানো সম্ভব। তবে ঝর্ণার মূল ধারা পর্যন্ত যাওয়ার উপায় পায়ে হেটেই।
আনুমানিক প্রায় ৫০ বছর আগে থেকে প্রবাহিত হচ্ছে খৈয়াছড়া ঝর্ণাটি। এই পুরো এলাকাটি জনমানহীন পাহাড়ি এলাকা আর ঝোপ ঝাড় বেশি হওয়ার জন্য ঝর্ণাটির অবস্থান আবিষ্কারে বেশ সময় লেগেছে। তবে অনেকে ধারণা করেন, প্রায় ৫০ বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছে, তার আগে এখানে ঝর্ণাটি ছিল না।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে যেকোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাস সার্ভিসে উঠে চট্টগ্রামের মিরসরাই থানা পার হয়ে বড়তাকিয়া বাজারে যেতে হবে। সেখান থেকে খৈয়াছড়া গ্রামে পৌঁছে পায়ে হেঁটে ঝর্ণার দিকে এগোতে হবে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.