ধরুন যেদিকে চোখ যায় শুধু ফুল ফুল আর ফুল। মনে হবে যেন ফুলের রাজ্য ফুলের চাদরে ঢাকা ফুলের মেঘে চেপে আপনি ভাসছেন। না, ইউরোপের ফুল বাগানের কথা বলছি না। বলছি যশোরের গদখালির কথা, বাংলাদেশের ভেতরে একটুকরো ফুলের রাজ্য। দেশের সবচেয়ে বড় ফুল চাষের রঙিন দুনিয়া।
যশোর জেলা শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে যশোর-বেনাপোল সড়কের দক্ষিণ-পশ্চিমে অবস্থান ঝিকরগাছা থানার। ১৯৮২ সালে প্রথম ঝিকরগাছা উপজেলার গদখালিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়। এখন দু’টি থানার আশপাশের ৯০টি গ্রামে ফুল চাষ করা হয়। প্রায় চার হাজার বিঘা জমিতে এখানকার স্থানীয় কৃষকরা ফুল চাষ করে থাকে। প্রতি বছর কোটি কোটি টাকার ফুল উৎপাদন হয় এই গদখালিতে।
প্রথম দিকে বছরের নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই ফুল চাষ হয়ে থাকে। এখানে উৎপাদন করা হচ্ছে নানান জাতের ফুল। আমাদের দেশের ৭০-৭৫ ভাগ ফুলের চাহিদা পূরণ হয়ে থাকে যশোরের ফুল থেকে।
এখানকার গ্রামগুলোতে দিগন্ত জুড়ে শুধু রঙের সমাহার। সব রঙ মেশানো এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রাখা হয়েছে। এখানকার চাষিরা তাদের জমিতে ফুল চাষই করে থাকেন। মাঠের পর মাঠ জোড়া শুধু ফুলের ক্ষেত। পুরো গ্রাম জোড়া শুধু ফুলের সুভাস। এখানকার ফুলই তাদের ফসল। বাতাসে ফুলের সৌরভ আর প্রজাপতির ডানার সৌন্দর্য যেন অপূর্ব এক সৌন্দর্য্য সৃষ্টি করেছে।
এসব গ্রামে প্রধানত গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ও গ্লাডিওলাস ফুলের চাষ হয়ে থাকে। এখানকার জারবেরার মান চায়নার চেয়েও ভালো। আর গ্লাডিওলাস ও রজনীগন্ধার মান ভারতের চেয়েও উন্নত মানের। প্রতিবছর এই জেলায় ১২০ কোটি পিস ফুল উৎপাদিত হয়।
Listing Features
Tags
Gallery - Photos
Items Reviewed - 1
Add Reviews & Rate
You must be logged in to post a comment.
Ali Faisal Dip
ফুলের রাজ্য, ফুলে ঢাকা রঙিন দুনিয়া।
February 15, 2019 4:34 am