আমাদের দেশে অনেক ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। তার মধ্যে হিন্দা-কসবা শাহী জামে মসজিদ একটি। জয়পুরহাট জেলা শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলালের হিন্দা গ্রামে এ মসজিদটির অবস্থান। এদেশে ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়া পাওয়া যায় এমন যত মসজিদ রয়েছে তার মাধ্যে হিন্দা-কসবা শাহী জামে মসজিদ অন্যতম।
বাংলা সন ১৩৬৫ সালে বাগমারী পীর হিসেবে পরিচিতি লাভ করা অন্যতম চিশতিয়া পীর হযরত আব্দুল গফুর চিশতীর নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতির আমলে এবং তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়। হযরত আব্দুল কাদের নিজ হাতে এর নকশা তৈরি করেন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
হিন্দা-কসবা শাহী জামে মসজিদটির কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঁচ, চিনামাটির টুকরা ও মোজাইক।তাছারা এর দেয়ালে মোঘল স্থাপত্য শিল্পের অনুকরন করে করা হয়েছে বিভিন্ন রকম নকশা।
মসজিদ ঘরটির দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট ও প্রস্থ ২২.৫০ ফুট। ইসলামের ৫ টি স্তম্ভের কথা মাথায় রেখে এই মসজিদের ৫ টি গম্বুজ তৈরি করা হয়েছে। তবে এসব গম্বুজগুলো সব রড ছাড়াই তৈরি করা হয়েছে। মসজিদটির উত্তর দিকে রয়েছে ৪০ ফুট লম্বা একটি মিনার। আর পূর্ব পাশে রয়েছে হযরত শাহ্ সুলতান বখতির ৪ জন শিষ্যের মাজার।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে সরাসরি বাস পাওয়া যায় জয়পুরহাট জেলার। জেলা সদর থেকে সিএনজি করে সড়ক পথে ক্ষেতলাল উপজেলা হয়ে বড়াইল ইউনিয়ন পরিষদ এর কাছেই হিন্দা-কসবা শাহী জামে মসজিদে পৌঁছানো যাবে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.