হিমছড়ি; আকাশ-সাগর-পাহাড়ের অপূর্ব বন্ধন - Hosted By ভ্রমণ বন্ধু
কক্সবাজার জেলা পাহাড়, সমুদ্র, বন আর উপত্যকা ইত্যাদি প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য অন্যান্য জেলা থেকে ভিন্ন। কক্সবাজারের অন্যতম আকর্ষণ হিমছড়ি। এখানকার প্রধান আকর্ষণ ভঙ্গুর পাহাড় আর ঝর্ণা। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বামদিকে সবুজঘেরা পাহাড় আর ডানদিকে সমুদ্রের নীল জলরাশি মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে।
কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দক্ষিণে এবং কলাতলী সৈকত থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি পর্যটনস্থল। হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি।
পাম গাছ এবং বাঁশঝাড়ে ঘেরা একটি অপূর্ব পিকনিক স্পট হল হিমছড়ি। শীতকালে যখন সূর্য পাহাড়ের উপর উদিত হয় এবং নীল সমুদ্রে অস্ত যায় তখন হিমছড়ি ভিন্ন এক রূপ ধারন করে।
হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও শীতকালে এখানকার ঝর্ণাটি শুকিয়ে যায়। তবে বর্ষাকালে গেলে ঝর্ণার পানির পূর্ণ প্রবাহ উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে সমুদ্রের পাশে ড্রাইভ করার ব্যবস্থা রয়েছে।
যেভাবে যাবেন:
কক্সবাজার শহর থেকে জিপ গাড়িতে করে হিমছড়িতে যাওয়া যায়। হিমছড়ির উদ্দেশে কক্সবাজার সৈকত থেকে সব সময়ই গাড়ি ছেড়ে যায়। এছাড়া রিক্সা বা অটোরিক্সাতেও হিমছড়ি যাওয়া যাবে। আর কক্সবাজারে থাকার ব্যবস্থা খুবই উন্নত। এখানে পাঁচ তারকা মানের বেশ কয়েকটি হোটেলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন মানের প্রচুর হোটেল, মোটেল ও গেস্ট হাউজ রয়েছে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.