আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। এখানকার প্রাকৃতিক রূপ-বৈচিত্র্যে খ্যাতি পেয়েছে ‘রূপের রানী’ হিসেবে। পাহাড়, নদী ও লেকবেষ্টিত একটি বৈচিত্রময় জনপদ এই রাঙ্গামাটি জেলা। ভ্রমণ প্রিয় মানুষের অন্যতম গন্তব্যস্থান এটি। ১০টি ভাষাভাষীর ১১টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।
অনেকের মতে রাঙ্গামাটি না দেখলে পুরো বাংলাদেশটাই না কি অদেখা রয়ে যায়। এখানকার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ হলো: কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, ফুরমন পাহাড়, রাজবন বিহার, সাজেক ভ্যালী, নৌ বাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলি কাগজ কল, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, প্যানোরমা জুম রেস্তোরা, পেদা টিং টিং রেস্তোরা, টুকটুক ইকো ভিলেজ, চিৎমরম বৌদ্ধ বিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, ধুপপানি ঝর্ণা, ডলুছড়ি জেতবন বিহার ইত্যাদি।
এসব ঘুরে দেখতে অবশ্যই হাতে বেশ কিছু সময় নিয়ে যাওয়া ভালো। রাঙ্গামাটিতে এখন থাকার জন্য বেশ ভালো ভালো হোটল ও রিসোর্ট পাওয়া যায়। তেমনই একটি রিসোর্ট ‘হিল তাজ রিসোর্ট’।
এখানে এসি ও নন এসি দুই ধরনের রুমই রয়েছে। রুমে ঠাণ্ডা ও গরম পানির ব্যবস্থা আছে। রয়েছে ২৪ ঘণ্টা সিকিউরিটি ও হেল্প ডেস্ক। পাবেন ওয়াইফাই সুবিধাও। লেকে ঘুরে বেড়ানোর জন্য ভাড়ায় পাবেন বোট। এছাড়াও রিসোর্টটিতে রয়েছে আরো অনেক সুযোগ-সুবিধা রয়েছে।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে বিমানে অথবা ট্রেনে যেতে চাইলে বিমান বন্দর অথবা ট্রেনস্টেশন থেকে টেক্সি মাইক্রবাসে করে চট্রগ্রামের অক্সিজেন মোড় হয়ে রাঙ্গামাটি যেতে হবে।
বাসে যেতে চাইলে ঢাকার কলাবাগান, ফকিরাপুল, কল্যাণপুর, সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা এবং রাত ৮টা থেকে ১১টার মধ্যে রাঙ্গামাটির উদ্দেশ্যে অসংখ্য পরিবহণের এসি ও নন এসি বাস যায়।
হিল হিল তাজ রিসোর্ট যেতে চাইলে রিজার্ভ বাজারের আগে রাঙ্গামাটি কেন্টনমেন্ট পার হয়েই বঙ্গবন্ধুর স্ট্যাচুর ৩০০ গজ পরে সি.ও. অফিস গেইট দিয়ে প্রবেশ করে ইউএনও’র কার্যালয়ের সামনে দিয়ে পথের শেষ প্রান্তে সিও. অফিস ঘাটে নামতে হবে।
সেখানে পৌছালে হিল তাজের নিজস্ব বোটে করে ১৫০ গজ লেক পারি দিয়ে পৌঁছে যাবেন কাপ্তাই লেকের গাড় নিল পানি বেষ্টিত আইল্যান্ডের ‘হিল তাজ রিসোর্ট’এ।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.