চামচিকা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ - Hosted By sumaya linda
চামচিকা মসজিদ আমাদের দেশের ঐতিহাসিক একটি স্থাপনা। এটি মসজিদের শহর খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহবাজপুরে অবস্থিত। চামচিকা মসজিদটি আনুমানিক ১৫’দশ শতকে নির্মিত হয়েছিলো বলে ধারণা করা হয়। ১৪৮০ খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেছিলেন বলে অনেকের মত। মসজিদটি ভারতে অবস্থিত বড় চামচিকা মসজিদের আদলে তৈরি।
ইতিহাস থেকে জানা যায়, ১৪৫০-১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী, এ সময়ই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। চামচিকা মসজিদটি গৌড়ের প্রাচীন নিদর্শনগুলোর অন্যতম একটি নিদর্শন। চামচিকা মসজিদের নামকরণের সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামে পরিচিত। এছাড়া খনিয়া দীঘির কাছে অবস্থিত হওয়ায় একে খনিয়া দীঘি মসজিদও বলা হয়ে থাকে।
এই মসজিদের আয়তন ৬২ × ৪২ ফুট। মূল গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরি, যার প্রত্যেকটি ২৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনের দিকে (পূর্ব) একটি বারান্দা ছিল, যার অবশিষ্টাংশ বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরি, বাইরের দিকে সুন্দর কারুকাজ করা। বর্তমানে মসজিদটির একটি মাত্র গম্বুজ ও দেয়ালের কিছু অংশ টিকে আছে। কিন্তু এগুলোর অবস্থাও খুব জীর্ণ আকার ধারণ করেছে।
এর দেয়ালের পরিধি এতটাই মোটা করা হয়েছিল যে চৈত্র মাসের চরম গরমেও এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। এই মসজিদের পূর্ব পাশে খঞ্জন দীঘি নামে ঘাঁট বাধা একটি দীঘি রয়েছে; যেটি মুসল্লীদের ওজু করার জন্য ব্যবহার হয়।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাস এবং রেল সার্ভিস দুইটাই রয়েছে। গাবতলী বাস টার্মিনালে গেলেই যে কোনো বাসে চড়ে যাওয়া যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে শাহবাজপুরের চামচিকা মসজিদের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। বাস কিংবা সিএনজি-তে যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.