বিল কুমারী, রাজশাহী জেলার এক দর্শনীয় বিল। রাজশাহীর তানোর উপজেলা সদরের পাশেই বিল কুমারী বিল। শিব নদী আর এই বিল যেন অভিন্ন শরীর। এই নদী বয়ে গেছে এর মাঝখান দিয়ে। এছাড়া আরো দু-তিনটি নদীর নিবিড় প্রেম এই বিল কুমারীর সঙ্গে।
সারা বছর বিলজুড়ে দুই ধরনের কর্মযজ্ঞ দেখা যায়- মাছ ধরা আর ধানের চাষ। বর্ষাকালে নদী আর বিল এই দুইয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তবে শীতকালে এর বেশিরভাগ পানিই শুকিয়ে যায়।
এর একপাশে রয়েছে মাছের অভয়ারণ্য, যেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। এখানকার মাছগুলোর মধ্যে বোয়াল, আইর, শৈল, রুই, কাতলা উল্লেখযোগ্য। তবে এই বিলে জেলেরা বছরে মাত্র একবার মাছ ধরতে পারেন। তাতেই জেলেরা বেশ খুশি থাকেন।
শীতের সময়, বিশেষ করে ডিসেম্বর মাসে পানি কমতে থাকে। তখন জেগে ওঠে বিস্তীর্ণ ধানের জমি। সাধারনত এই জমিগুলোতে বোরো ধানের চাষ করা হয়। এক মাসের মধ্যেই পুরো বিল ঢেকে যায় সবুজ ধানে। বিলের ধারে বসলেই হালকা বাতাসের সাথে ধানের গন্ধে যেন মন প্রাণ জুড়িয়ে যায়।
বিলের চারিপাশ পাখিদের কলকাকলিতে মুখর থাকে। বিল কুমারীর পাখিদের কথা একটু না বললেই নয়। এখানে পানকৌরি, বক, চখাচখী, গাংচিল, সামুখখোলা, নারকেল হাঁস-সহ নানান জাতের পাখির দেখা মেলে। এসব পাখির নিরাপত্তা এলাকাবাসীরাই দিয়ে থাকে।
তবে দুঃখজনক কথা হচ্ছে বিলের মাঝে বাঁধ দেয়ার কারণে এখন বিল অনেকটাই শুকিয়ে গেছে। জলাভূমি বিশেষজ্ঞ এবং কৃষি-মৎস্যবিজ্ঞানীদের সঙ্গে সমন্বয় করে এই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা না করলে বিল কুমারী তার অস্তিত্ব হারাতে পারে। এটি শুধু পানি-মাছ-পাখি-কৃষির জন্য নয়; বরং এই অঞ্চলের মিষ্টি পানি, প্রকৃতি ও মানুষের সুস্থতা এর সঙ্গে অঙ্গাঅঙ্গি হয়ে আছে। পাশাপাশি অত্যন্ত আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বিল কুমারীর।
Listing Features
Tags
Gallery - Photos
Items Reviewed - 1
Add Reviews & Rate
You must be logged in to post a comment.
Ali Faisal Dip
যাওয়া হয়নি, যেতে হবে।
January 25, 2019 6:00 pm