আমাদের দেশের প্রাচীন শহরগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম একটি শহর। এই শহরে পুরোনো নিদর্শনের পাশাপাশি পাবেন আধুনিকতার ছোঁয়া। আর সাথে প্রকৃতির সান্নিধ্য তো রয়েছেই।
বর্ষাকালে এই চট্টগ্রাম হয়ে ওঠে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রকৃতি হয়ে ওঠে সবুজ প্রাণবন্ত। প্রকৃতির বেশি কাছাকাছি থাকতে চাইলে শহর ছারিয়ে যেতে পারেন মিরসরাইয়ে। মিরসরাইয়ের ওয়াহেদপুর গ্রামের বাওয়াছড়া লেকটি প্রকৃতির মতই প্রাণবন্ত।
বাওয়াছড়া লেকটি মিরসরাইয়ের ওয়াহেদপুর গ্রামের বারমাসি ছড়ার মুখে অবস্থিত বলে এই লেকটির নাম দেয়া হয়েছে বাওয়াছড়া লেক। এই লেকের শান্তভাবে চলার ধরণ দেখেই বোঝা যায় এর উৎস অনেক বড় কিছু একটা থেকে। পড়ন্ত বিকেলের সূর্যের আলো যখন এই লেকের উপর পরে তখন দূর থেকেই বোঝা যায় এ যেন এক অপূর্ব সুন্দর পর্যটন কেন্দ্র।
প্রকৃতির চাদরে ঢাকা এই ঝর্ণার পানি প্রতিনিয়ত আছড়ে পড়ছে নিচে। দূর থেকে শোনা যায় এই পানির আছড়ে পড়ার শব্দ। পাহাড়ের সবুজ সমারোহের ভেতর থেকে শোনা যায় পাখির কিচিরমিচির আওয়াজ যা মুগ্ধ করে যে কোনো মানুষকে।
প্রকৃতির এই অপূর্ব রূপে ঢাকা এই বাওয়াছড়া লেক প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে সকলকে। উঁচু পাহাড়ের উপর থেকে সাঁ সাঁ শব্দে আছড়ে পড়ছে এই ঝর্ণার শীতল পানি। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত পর্যটকরা ছুটে আসছে দূর-দূরান্ত থেকে। অনেকে আবার রাতের বেলা চাঁদের আলোয় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে এখানে তাঁবু টানিয়ে অবস্থান করে।
যেভাবে যাবেন:
সারা দেশের সাথেই চট্টগ্রাম জেলা সড়ক, আকাশ ও রেলপথে সংযুক্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ছোট কমলদহ বাজারের দক্ষিণ পাশ থেকে মাত্র ১.৫ কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে এই বাওয়াছড়া লেকের অবস্থান। চট্টগ্রাম থেকে যেকোনো গাড়িতে ছোট কমলদহ পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.