পৃথিবীকে জানার আগ্রহ মানুষের আজন্ম। ভ্রমণপ্রিয় মানুষের জন্য সেই জানার ইচ্ছা কিছুটা পুরন হলেও পৃথিবীর চারদিকে ছড়িয়ে থাকা অসীম মহাকাশকে জানার সুযোগ নেই বললেই চলে। এই মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ উল্কা ও অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। সূর্য এই বিশ্বজগতের একটি নক্ষত্র। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত। এই সৌরজগৎ সম্পর্কে জানার আগ্রহ আর কঠিন কিছু নয়। রাজধানী ঢাকার তেজগাঁও বিজয় সরণীর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আপনাকে এই সৌরজগৎ সম্পর্কে একটু হলেও ধারণা দেবে। এটি একসময় ভাসানী নভোথিয়েটার নামে পরিচিত ছিল। এটি বাংলাদেশের একমাত্র নভোথিয়েটারের।
এই থিয়েটারটি মোটেও আর ১০টি মুভি থিয়েটারের মতো নয়। উচ্চক্ষমতাসম্পন্ন প্রক্ষেপণ যন্ত্রের অনিন্দ্যসুন্দর বর্ণিল আলোকচ্ছটা, অ্যাস্ট্রোভিশন ছবি এবং স্কাইক্যান ভিডিও পৌছে দেয় সৌরমন্ডলে, মিল্কিওয়ে গ্যালাক্সিতে। সেখান থেকে দেখা যায় মহাকাশের বিস্তৃত সীমা। খুব কাছ থেকে দেখা যায় তারার মৃত্যু এবং এগুলোর কোনো কোনোটির কৃষ্ণগহবরে হারিয়ে যাওয়ার দৃশ্য। আপনার মনে হবে আপনি শূন্যে ভাসছেন এবং আপনার চারপাশে ঘটে যাচ্ছে এই অদ্ভুত ঘটনাগুলি যার পরিক্রমায় একদিন সৃষ্টি হয়েছে জীবের, আপনার।
প্রতিদিন পাঁচবার প্রদর্শনী চলে। সপ্তাহে একদিন (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বন্ধ থাকে। প্রদর্শনী প্রতিদিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১১টা, দুপুর ১টা, বিকাল ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা এবং শুক্রবার সকাল ১০ টা, সকাল ১১:৩০টা, বিকাল ৩টা, বিকাল ৫ টা ও সন্ধ্যা ৭টা।
নভোথিয়েটারে অ্যাক্রোবেটিক এ্যারোপ্লেন, রেসিং কার, স্পেস ক্র্যাপ্ট, মনোরেল, এয়ারক্র্যাপ্ট ফাইবার এবং প্রাচীন পিরামিডের কোস্টারে চড়ে ভ্রমণের শিহরণ লাভের জন্য অনুভূমিক ও উল্লম্বভাবে গতিবিশিষ্ট স্পেস রাইড সিমুলেটর রয়েছে। আসন সংখ্যা ৩০। জনপ্রতি টিকিটের মূল্য ২০ টাকা। থিয়েটারের ভেতর খাবার নিয়ে প্রবেশ করা যাবে না।
নভোথিয়েটারে প্রদর্শনী ছাড়াও রয়েছে সৌরজগতের গ্রহসমূহের মডেল, তারকাসমূহের মডেল, চাঁদ, সূর্য ও পৃথিবীর মডেল, ট্রান্সপারেন্ট সেলেসিয়াল গ্লোব ইত্যাদি এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের ছবি।
নভোথিয়েটারে বিজ্ঞানবিষয়ক সভা ও সেমিনার আয়োজনের জন্য রয়েছে ১৫০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম, বৃহদায়তনের একটি কনফারেন্স রুম এবং ১০০টি গাড়ির জন্য পার্কিং এলাকা।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.