মুন্সিগঞ্জ জেলার ভেতর পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত একটি বিল, যার নাম ‘আড়িয়াল বিল’। এই বিলটি ঢাকা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত। আড়িয়াল বিলের আয়তন ১৩৬ বর্গ কিলোমিটার। এই বিলটি আমাদের দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন বিল।
আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক মৌসুমে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। আর বর্ষাকাল এলে তো পানিতে টইটুম্বুর হয়ে যায় এই বিল। তবে শীতকালে পুরটাই ভিন্ন চিত্র; তখন এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। শীতকালে এই বিলে নানা ধরণের সবজির চাষ করা হয়। আর এই বিলের একটি বিশেষ আকর্ষণ হলো বিশাল আকৃতির মিষ্টি কুমড়া।
হাজার বছর ধরে এই বিলের পরিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। অনুমান করা হয়, বহু প্রাচীন কালে এই জায়গায় গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলনস্থল ছিল। পরে দুই নদীরই প্রবাহ পরিবর্তনের ফলে এই স্থান শুষ্ক হয়ে বিলে পরিণত হয়েছে।
আড়িয়াল বিলটি যেন পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহল সমান জলাভূমি। এই বিলের কাছাকাছি গেলে ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় বেশ ভালোভাবে। তবে বর্ষায় এর সৌন্দর্য সবচেয়ে বেশি নয়নাভিরাম হয়।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে মাওয়াগামী যেকোনো বাসে চড়ে নামতে হবে শ্রীনগরের ভেজবাজারে। সেখান থেকে অটো রিক্সা নিয়ে সোজা চলে যেতে হবে গাদিঘাঁট। গাদিঘাঁট পৌঁছে একটি ট্রলার ভাড়া করে ঘুরে আসতে পারবেন আড়িয়াল বিল।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.