‘হারং-হুরং’, বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি প্রাচীন সুড়ঙ্গের নাম। হারং-হুরং এই শব্দ দুটি মূলত সিলেটের প্রাচীন আঞ্চলিক ভাষার শব্দ। সিলেটি ভাষায় ‘হারং’ অর্থ সাঁকো অথবা বিকল্প পথ, আর ‘হুরং’ অর্থ ‘সুড়ঙ্গ’। হুরং হলো সুড়ঙ্গ শব্দের সিলেটি অপভ্রংশ।
সিলেটসহ সুনামগঞ্জের অনেক এলাকায় সাঁকো বলতে হারং শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অতএব সাঁকো বলতে যদি প্রতিবন্ধকতা ডিঙিয়ে কোনো বিকল্প পথ বোঝানো হয়, তবে হারং-হুরং শব্দের অর্থ হবে কোথাও যাওয়ার বিকল্প সুড়ঙ্গ পথ।
উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান সিলেটের মালনিছড়া চা বাগানের গহীনে ‘হারং হুরং’ সুড়ঙ্গটি অবস্থিত। তেলাহাটির দক্ষিণে হিলুয়াছড়া চা বাগানের ১৪নং সেকশনের পাশে হারং হুরং সুড়ঙ্গটির দেখা মিলবে। বাগানের লোকদের কাছে এটি গৌর গবিন্দ রাধা গুহা নামেই বেশি পরিচিত।
কথিত রয়েছে, ১৩০৩ সালে রাজা গৌড় গৌবিন্দ যখন হজরত শাহজালাল (র.)-এর সিলেট আসার খবর পান, তখন তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পেঁচাগড় গিরিদূর্গের এই সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যাওয়ার পর একদম নিরুদ্দেশ হয়ে যায়।
সুড়ঙ্গটি আনুমানিক ৭০০ বছর বা তারও বেশি আগেকার হবে। এই সুড়ঙ্গকে কেন্দ্র করে অনেক লোককাহিনী প্রচলিত রয়েছে। অনেকে বলে থাকেন জৈন্তা পর্যন্ত এ সুড়ঙ্গ গেছে। যে কেও এখানে প্রবেশ করেছেন তাদের কেউই জীবিত বের হয়ে আসতে পারেনি। আর যে দুই একজন বের হয়েছে তারা কিছুদিনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু বরণ করেছে। অনেকদিন আগে ভারত থেকে তিনজন তান্ত্রিক এখানে প্রবেশ করেছিলেন। তাদের মধ্য থেকে মাত্র একজন ফিরে আসে। তবে তিনিও খুব অল্পদিন বেঁচে ছিলেন। জানা যায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনিও অস্বাভাবিক ছিলেন।
তাছাড়া সিলেটের একজন ধনাঢ্য ব্যবসায়ী এটি খননের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি অস্বাভাবিক স্বপ্ন দেখার ফলে এর সংস্কারকাজ মাঝপথে বন্ধ করে দেন। এছাড়া এই গ্রামের এক বুড়ো যুবক বয়সে এই সুড়ঙ্গে ঢুকেছিল। কিন্তু কিছু একটা দেখে ভয়ে বেড়িয়ে আসেন। এরপর থেকে লোকটি পাগল হয়ে যায়, তেলিহাটির সবচেয়ে বড় কবিরাজও নাকি তার চিকিৎসা করে ভালো করতে পারেনি।
যেভাবে যাবেন:
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, রাজারবাগ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে গ্রিনলাইন, শ্যামলী, এনা, হানিফ বা বিআরটিসি বাসে অথবা ট্রেনে কমলাপুর রেলস্টেশন থেকে সকালে আন্তনগর পারাবাত, দুপুরে জয়ন্তিকা ও কালনী এবং রাতে উপবন সিলেটের উদ্দেশ্যে যায়। রিকশা, সিএনজি অটোরিকশা করে শহর থেকে মালনিছড়া চা বাগান যেতে পারবেন। এখানে যাওয়ার জন্য সাথে গাইড নিলে ভালো হয়।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.