প্রত্যেক জাতির এমন কিছু সম্পদ থাকে যা নিয়ে সে জাতি গর্ব করে বলতে পারে তার গৌরবময় অতীতের কথা। বলতে পারে আমাদের বর্তমানই শুধু সমৃদ্ধ নয়, অতীতও গৌরবের। সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এমনি একটি প্রতিষ্ঠান, যা শতাব্দীর সাক্ষী হয়ে স্বীয় অস্তিত্বের উপর দাঁড়িয়ে আছে ১৮৯৯ সাল থেকে। কালজয়ী ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী এ ভবন।
সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সিআরবি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালী থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া ভবনটি, বন্দর নগরীর প্রাচীনতম ভবন।
ভবনটির পূর্বদিকে, সিআরবি সড়ক জুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল; যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা ছিল এবং বর্তমানে সেটি ২৫০ শয্যায় উন্নীত হয়েছে।
সিআরবি’র সামনেই দেখতে পাবেন পুরোনো ব্রিটিশ আমলের ডেমো ট্রেন, যা সকলেরই নজর কাড়বে। তার ঠিক পাশেই আছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি স্থাপনা। রয়েছে অপূর্ব স্থাপত্যের নিদর্শন হিসেবে ব্রিটিশ আমলে নির্মিত হাতি বাংলো।
সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের পার্শ্ববর্তী স্থানে রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে। এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শিরীষতলা নামে একটি প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে।
সিআরবি কবিতা প্রেমিক, কবি সাহিত্যিকসহ বিভিন্ন পেশার মানুষদের আড্ডাস্থল। পাহাড়ি পরিবেশে আঁকা বাকা রাস্তা আর অনেক শতবর্ষী বৃক্ষ দেখতে ছিমছাম ছবির মতো। এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কারো মন ভুলিয়ে দেবে। একসময় পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা যেত, নগরায়নের ফলে এখন সেটি আর দেখা যায় না।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.