বাংলাদেশের শীর্ষ পর্বত শৃঙ্গ বান্দরবানের সাকা হাফং পর্বত। এটি মোদক তুয়াং নামেও পরিচিত। কিছুদিন আগেও আমাদের দেশের শীর্ষ পর্বত শৃঙ্গ ছিল ক্রেওক্রাডং, তবে আন্তর্জাতিক সকল মাপের ভিত্তিতে সাকা হাফং পর্বতই শীর্ষ।
মূলত বান্দরবানের থানচি বাজার থেকে এই পর্বতের উদ্দেশ্য যাত্রা শুরু করা হয়। পাহাড় ছাড়া এখানে আর কোনো পথ নেই। শুধু বিশাল বিশাল পাহাড় পারি দিতে হয়। জনবসতিহীন এই পথে পর্যটকদের সঙ্গী শুধু পাহাড়ি ঝর্ণার পানি, জুমের ক্ষেত, সবুজের সমারোহ আর দিগন্ত জোড়া নীল আকাশ।
ঝিরি তীরের বোডিং পাড়া, তান্দুই পাড়া, নেপিউ পাড়া, শেরকর পাড়া পারি দিয়ে তবেই সাকা হাফং পাওয়া যাবে। আর আমাদের দেশের সীমানার মধ্যে এগুলোই শেষ পাড়া। তারপর রয়েছে শুধু পাহাড়।
সাকা হাফং পর্বতের পাদদেশেই নেপিউ পাড়া, এখান থেকে বাঁশের ট্রেইল ধরে চূড়ায় উঠতে হয়। সামনের পথ খুবই কঠিন। বাঁশের জঙ্গল পাড় করলেই সাকা হাফং এর চুড়া। এখান থেকে সভ্যতার কোনো চিহ্নই চোখে পরে না। চারিদিকে শুধু পাহাড়, সবুজের ঘনঘাটা।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে আগে চট্টগ্রাম যেতে হবে। তারপর সেখান থেকে বান্দরবান। বান্দরবান থেকে থানচি বাসে করেও যেতে পারেন আবার গাড়িও রিজার্ভ করতে পারেন। আর থানচি থেকে সাকা হাফং পুরোটাই পায়ে হেঁটে অর্থাৎ ট্র্যাকিং করতে হবে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.