পৃথিবীতে প্রকৃতির যে সব চমৎকার নিদর্শন আছে, তারমধ্যে ঝর্ণা ও জলপ্রপাত অন্যতম। পাহারের গা বেয়ে মনমুগ্ধকর সৌন্দর্য তৈরি করে নেমে আসে জলের ধারা। এদের কিছুকে বলা হয় ঝর্ণা, আবার কিছুকে বলা হয় জলপ্রপাত। দুর্গম পাহাড়-অরণ্যে লুকানো ঝর্ণার সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের সবসময়ই আকর্ষণ করে থাকে।
আমাদের দেশে বেশ কিছু ঝর্ণা ও জলপ্রপাত রয়েছে। তারমধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সহস্রধারা ঝর্ণা অন্যতম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রির্জাভ ফরেস্ট ব্লকের চিরসবুজ বনাঞ্চল সমৃদ্ধ সীতাকুণ্ড ইকোপার্কে সহস্রধারা ঝর্ণাটি অবস্থিত। ইকোপার্কটি চট্টগ্রাম শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত।
বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় এই ঝর্ণায় পানি কম থাকে। ইকোপার্কের মূল গেট থেকে ইটবিছানো পথ ধরে পাঁচ কিলোমিটার গেলে ঝর্ণাটির দেখা মেলে। ঝর্ণাটির খুব কাছে সুপ্তধারা ঝর্ণা নামে আরেকটি ঝর্ণা আছে।
যেভাবে যাবেন:
ঢাকার সাথে চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। বাসে করে সরাসরি ঢাকা থেকেচট্টগ্রামে যেতে পারবেন। ঝর্ণাটি দেখতে হলে প্রথমেই আপনাকে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত সীতাকুণ্ড ইকো পার্কে পৌছাতে হবে। এই স্থানটি চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার এবং সীতাকুণ্ড বাজার থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত।
চট্টগ্রাম থেকে ট্যাক্সি, সিএনজি অটোরিকশা, বাস অথবা ট্রেনে করে এখানে আসতে পারবেন। ট্রেনে আসতে হলে আগে থেকে সময়সূচী জেনে নেয়াই ভাল। ট্রেনে করে সীতাকুণ্ড থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফিরতে পারবেন।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.