খুলনা জেলায় অবস্থিত একটি পার্ক ‘শহীদ হাদিস পার্ক’। ১৮৮৪ সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ নামে এটি প্রতিষ্ঠিত করে।
১৯২৫ সালের ১৬ জুন এই পার্কে মহাত্মা গান্ধী বক্তব্য রাখেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে পার্কের নামকরণ করা হয় ‘গান্ধী পার্ক’। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিন্নাহ পার্ক’। এরপর এর নামকরণ হয় খুলনা মিউনিসিপ্যাল পার্ক। সর্বশেষ ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পার্কের নামকরণ করা হয় ‘শহীদ হাদিস পার্ক’।
পার্কের একদম পাশেই রয়েছে সাদা রঙের নগর ভবন। রয়েছে বাধাই করা বিশাল এক লেক। এক লেকের চারপাশ দিয়ে ঘুরে দেখা যায়। ঠিক এই লেকের উপরেই তৈরি হয়েছে শহীদ মিনারটি। তার পাশে রয়েছে একটি নজরকাড়া পানির ফোয়ারা। এখান থেকে বেশ কিছু দূরে আছে একটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ারে উঠলে এক নজরে পুরো পার্কটির উপর চোখ বুলিয়ে নেয়া যায়।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে যেকোনো বাসে করে খুলনা পৌঁছাতে হবে। খুলনা জেলা শহরে নেমে সেখান থেকে রিক্সা বা অটোতে করে যেতে পারবেন হাদিস পার্কে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.