আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি বিনোদন কেন্দ্র লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক। এটি ময়নসিংহ বিভাগের জামালপুর জেলা শহরের মধুপুর রোডের বেলটিয়া অঞ্চলে অবস্থিত।
উচ্চমান সম্পন্ন রুচিবোধ এবং পরিবেশ বান্ধব সবুজ চত্বরে এই রিসোর্টটি প্রতিষ্ঠিত। এখানে আসা মানুষজন পার্কের সবুজ চত্বরে স্থাপিত ওয়ান্ডার হুইল, মেরী গো রাউন্ড, বাম্পার কার, সুইং চেয়ার, লাইন ডিভিলিয়ার, মিনি ট্রেন এবং পুকুরে রাখা ইলেকট্রিক বোট ও পেডেল বোটসহ বিভিন্ন রাইডে উঠে আনন্দ উল্লাস করে।
এছাড়া এ পার্কের বিশাল পরিসরের অত্যাধুনিক কমিউনিটি সেন্টার ও বিলাসবহুল রোস্তোরায় বসে খুব ভালোভাবে সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের খাবার খেতে পারবেন। সবমিলিয়ে এখানে দিনব্যাপী আনন্দদায়ক ভ্রমণের সুযোগ ভ্রমণ পিয়াসিদের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
শিল্পোন্নত শহরের যান্ত্রিক দুষণ থেকে দুরে এবং যানজট ও কোলাহল মুক্ত এলাকায় পরিবেশ বান্ধব সবুজ চত্বরে তৈরি করা হয়েছে এই লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক। উচ্চ মান সম্পন্ন এই বিনোদন কেন্দ্রটি জামালপুরের বেলটিয়া এলাকার ১১ একর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহের মুক্তাগাছা হয়ে অথবা টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মধুপুর হয়ে দ্রুততম সময়ে এই বিনোদন কেন্দ্রটিতে পৌঁছানো যায়।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.