ঐতিহাসিক লকমা রাজবাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। রাজবাড়িটির প্রতিষ্ঠাতা লকমা চৌধুরীর পরনাতী ও আরো উত্তরাধিকারীসহ স্থায়ী কিছু বাসিন্দা মিলে মোট ৪২ জন সদস্যর একটি সমিতি এই স্থাপনাটি দেখাভাল করে থাকেন।
ইতিহাস থেকে জানা যায়, প্রায় ২০০ থেকে ৩০০ বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয়। এখন এই রাজবাড়ী ঘিরে প্রায় ১৫ বিঘা জমি রয়েছে। এসব জমিতে নানান ধরণের শস্য উৎপাদন হয়। তাছাড়া এখানে ফল ও ফুলের বাগান রয়েছে। স্থানীয় লোকদের মতে, দু’টি দালানের একটি ঘোড়াশাল এবং আরেকটি হাতীশাল ছিল।
এখানে মাটির একটি ঢিবি আছে, যেখানে ইউ আকৃতির অনেক পুরোনো দোতলা ভবন অবস্থিত। তবে এই ভবনের কিছুটা অংশ মাটির নীচে দেবে গেছে। রাজবাড়ীটির পূর্ব পার্শ্বে কর্মচারীদের ঘর ও কবরস্থান রয়েছে।
বর্তমানে সংস্কারের অভাবে রাজবাড়ীটি টার জৌলুশ হারিয়ে ধ্বংস হতে চলেছে।
যেভাবে যাবেন:
ঢাকা গাবতলী থেকে জয়পুরহাট এর বাসে চড়ে জয়পুরহাট জেলায় পৌঁছে সেখান থেকে লোকাল যানবাহনে করে পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে পৌঁছে যাবেন।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.