রিভারভিউ ইকোপার্কটি পিরোজপুর জেলা সদর থেকে ২.৫ কিলোমিটার দূরে নামাজপুর গ্রামে অবস্থিত। এটি পিরোজপুর ডিসি পার্ক নামেও পরিচিত।
পিরোজপুরের বলেশ্বর নদীর তীরে অবস্থিত ইকোপার্কটি ২০১০ সালে তৈরি করা হয়। পরে ২০১৪ সালে পিরোজপুর জেলা কমিশন অফিসের ওপর এর সম্পূর্ণ দায়িত্ব দেয়া হয়। ২০১৫ সালে বনবিভাগ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আবার পার্কটির উন্নয়ন করার প্রকল্প হাতে নেয়া হয়।
সামাজিক বন বিভাগের সম্পূর্ণ অর্থায়নে ২.৫৪ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে পার্কটি। ২০০৭ সালে সাবেক জেলা প্রশাসক মনছুর রাজা চৌধুরী এই পার্কটি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। ইকোপার্কটিতে রয়েছে কৃত্রিম ঝর্ণা আর পাহাড়ের নিদর্শন। নদীঘেঁষে রয়েছে একটি রাস্তা এবং রয়েছে পাঁচতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার।
রিভারভিউ পার্কটিতে একটি হ্রদও রয়েছে। আর হ্রদের উপর দুটি কাঠের সেতু আছে। পার্কটিতে বাগান, দোলনাসহ নানান ধরণের বিনোদনের ব্যবস্থা রয়েছে।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে সড়ক ও নৌ দুই পথেই পিরোজপুর যাওয়া যায়। পিরোজপুর জেলা সদর থেকে লোকাল গাড়ি নিয়ে যেতে পারবেন এই পার্কটিতে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.