Promo Video
রিছাং ঝর্ণা, যেটি সাপ মারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত। এটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা। খাগড়াছড়ি জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এটির অবস্থান। রিছাং ঝর্ণার উচ্চতা প্রায় ১০০ ফুট।
রিছাং শব্দটি এসেছে মূলত খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের মানুষের ভাষা থেকে। মারমা ভাষায় রিং অর্থ পানি এবং ছাং অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়া। অতএব রিছাং শব্দ দ্বারা উঁচু স্থান থেকে পানির ধারা গড়িয়ে পড়াকে বোঝানো হয়।
আনুমানিক ১৯৯৩-৯৪ সালের দিকে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয়েছিল। আর এই ঝর্ণাটি জুম চাষের সুবাদেই প্রথম সবার নজরে এসেছিল। মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে, ২৩৫ ধাপের সিঁড়ি ভেঙে নামতে হয় এই ঝর্ণায়। বর্ষাকালে সিড়ি দিয়ে নামার সময়ই ঝর্ণার আওয়াজ কানে আসে। উঁচু পাহাড়ের গা ঘেঁষে যাওয়ার সময় সবার দৃষ্টি আটকে যায় পাহাড়ের সবুজ সমারহে।
ঝর্ণার পথে পাহাড়ি ঢালু রাস্তা আর সিঁড়িগুলো বেশ আকর্ষণীয়। প্রায় ১০০ ফুট উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ে ঝর্ণার জলরাশি। এই ঝর্ণার পানির গতিপথ ঢালু হওয়ায় ফলে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং-এর সৃষ্টি হয়েছে, যেটি এই ঝর্ণার মূল আর্কষণ। শুধু ঝর্ণা নয়, ঝর্ণার কাছে যাওয়ার সমস্ত যাত্রা পথটাই দারুন রোমাঞ্চকর।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.