যশোর কালেক্টরেট ভবন জেলা সদরে অবস্থিত। এই ভবন চত্বরটি বর্তমানে যশোরবাসীর কাছে অন্যতম পছন্দের বিনোদনের জায়গা। বর্তমানে এটি সকলের কাছে কালেক্টরেট পার্ক নামে পরিচিত হলেও এর পূর্ব নাম ছিল নিয়াজ পার্ক।
ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে এই যশোর কালেক্টরেট পার্ক। চারিদিক থেকে ঘেরা এই পার্কটি আমাদের দেশের পূর্বের অনেক বড় বড় আন্দোলন ও সংগ্রামের গৌরবোজ্জ্বল সাক্ষী হয়ে দাড়িয়ে আছে।
এই পার্কের পাশেই রয়েছে একটি ফ্লাউয়ার পার্ক, যেটি এখন শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থান। পার্কের ভিতর দিকে একটি পুকুরও রয়েছে যার চারিপাশ দিয়ে রয়েছে নানা ধরণের ফুল। এই পুকুরটি প্রায় ৩ বিঘা জমির উপর অবস্থিত।
গাদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, ব্লুস্তার, ডালিয়া, গোলাপ, জিনিয়াসহ আরো অনেক ফুলের সমারোহ চারিদিকে। পুকুরের চারপাশে রয়েছে বসার ব্যবস্থা। আর এখানে ফ্রি ওয়াইফাই এর সুবিধা যোগ করেছে এক অন্য মাত্রা। সবাই এখানে বসে আপন মনে সময় কাটাতে পারেন।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে যশোর প্লেন, ট্রেন ও বাস; তিনভাবেই যাওয়া যায়। আর যশোর জেলা শহর থেকে কালেক্টরেট পার্ক রিক্সা করেই যেতে পারবেন।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.