শরীয়তপুর জেলার দর্শনীয় স্থানের মধ্যে মহিষারের দিগম্বরী দীঘিটি অন্যতম। শত বছরের বেশি পুরোনো এই দিঘীটিকে ঘিরে আছে নানান কল্পকাহিনী। প্রায়দিনই প্রচুর মানুষ এই দীঘিটি দেখতে আসে।
ছয়শ’ বছরের পুরোনো শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষারের দিগম্বরীর সন্যাসীবাড়ি ও দিগম্বরী দীঘিটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম তীর্থস্থান ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত। দীঘিটির অবস্থান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে।
মোগল আমলের স্বাধীন ১২ ভূঁইয়ার একজন বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদ রায় দিগম্বরীর সন্যাসীর অনুরোধে ১০ একর জমি নিয়ে এই দীঘি খনন করেছিলেন। ২৩ একর ৮৫ শতাংশ জমির ওপর রয়েছে দিগম্বরীর পৈতৃক বাড়িসহ মেলা চত্বর, জোড়াপুকুর, মনসা মন্দির, কালী মন্দির চত্বর ও লক্ষ্মীন্দরের ঘরসহ নানান স্থাপনা। অনেক ইতিহাসের অমর সাক্ষী দিগম্বরীর দীঘি ও এর আশপাশের এলাকা।
১৯৮২ সালে অর্ধশতাধিক সেচ যন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশন করে ৬০০ বছরের পুরনো দীঘিটি পুনরায় খনন করা হয়। খননের সময় বেশ কিছু দুর্লভ মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। তার মধ্যে ৪২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ছিল।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে শরীয়তপুর সরাসরি বাস চালু রয়েছে। শরীয়তপুর পৌঁছে সেখানকার যে কোনো লোকাল যানবাহনে দিঘিটির কাছে চলে যেতে পারবেন।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.