ইট, কাঠ আর ধূলাবালুর এই শহরে একটু সবুজ খুঁজে ফেরে চোখ দু’টি। কিন্তু সবুজের দেখা আর পাওয়া যায় না। তবে ঢাকা শহরের আশেপাশেই কিছু জায়গায় দেখা মেলে সবুজের। তেমনই সবুজে ঘেরা একটি জায়গা টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া।
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এই বাসুলিয়া। এখানে সবুজ প্রকৃতি আর নীল পানি মিলে এক অপূর্ব সৌন্দর্য্যের মিলন ঘটিয়েছে। রাস্তার দু’ধারে দিগন্তের নিচে পানি আর পানি। রয়েছে বুড়ি গাছ নামে শত বছরের পুরনো হিজল গাছ। দিনের ক্লান্তি শেষে কাজের ফাঁকে অনেকেই ঘুরতে আসেন এখানে।
টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পূর্বে বাসুলিয়া। স্থানীয় মানুষ একে চাপড়া বিল বলে। বর্ষায় টুইটুম্বুর বিলের পরিষ্কার পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় করে ভেসে বেড়ানোর মজাটা অন্যরকম।
দর্শনীয় এ বিলের মূল আকর্ষণ হলো এর মাঝখানের দাড়িয়ে থাকা শত বছরের বুড়ি গাছটি। শীতল বাতাসে গাছের সাথে নৌকা বেঁধে, ছায়ায় বসে থাকতে ভালো লাগবে যে কারো।
এছাড়া প্রতিবছর এখানে অতিথি হয়ে আসে ভিনদেশি পাখি। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠে চাপড়া বিল। দর্শনার্থীরাও ভিড় করেন পাখি দেখতে। অতিথি পাখিদের কিচিরমিচির শব্দে ঝাঁক বেঁধে একসঙ্গে আকাশে উড়ার দৃশ্য বিমোহিত করে দর্শনার্থীদের।
এখানে ঘুরে বেড়ানোর জন্য নানান আকৃতির নৌকা পাওয়া যায় বিলের ঘাটে। ছোট নৌকাগুলোতে ভাড়া নেয় ঘণ্টা প্রতি ২০০ টাকা।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে যেকোনো বাসে চড়ে টাঙ্গাইল যাওয়া যায়। সেখান থেকে স্থানীয় পরিবহণে অনায়াসে যেতে পারবেন বাসুলিয়া।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.