বারো শিবালয় মন্দিরটি জয়পুরহাটের বেলআমলা গ্রামে অবস্থিত। প্রাচীন স্থাপত্য শিল্পের সাক্ষ্য হিসেবে আজো দাঁড়িয়ে আছে এই শিবমন্দিরটি।
বারো শিবালয়ের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় যে, রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন। আবার অনেকের মতে, লোচন মন্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যিনি বারো শিবালয় মন্দিরটি নির্মাণ করেন।
বেলআমলা থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে এবং সেখান থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রকার চন্ডীমূর্তি, সূর্যমূর্তি, বাসুদেবমুর্তি দেখে ধারণা করা হয়, এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলীম্বদেরও তীর্থস্থান ছিল।
প্রতিবছর ফাগুন মাসের চতুর্দশীতে শিবরাত্রি এ বারো শিবালয় মন্দিরটিতে পূজা অর্চনা আয়োজিত হয়। আর শিবরাত্রি উপলক্ষে এই মন্দির ঘিরে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় মানত, শিবদর্শন, গীতা পাঠ, উলুধ্বণি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের বাজনায় মুখরিত হয় পুরো এলাকা।
এছাড়া মেলায় কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। এর পাশাপাশি মেলায় শাখা-সিদূর, পৈতা, তিলক, পুতির মালা, কাঠের জালি, পুতুল, খেলনা, ঘর সাজানোর জিনিসপত্রসহ, বিভিন্ন প্রকার আসবাব-পত্র বিক্রি করা হয়।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে বেশ কিছু বাস আছে যেগুলোতে করে সরাসরি জয়পুরহাট যেতে পারবেন। জয়পুরহাট গদন শহর স্টপেজে নেমে ভ্যান অথবা রিক্সা করে যেতে পারবেন এই বারো শিবালয় মদির।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.