সৌন্দর্যের অভয়ারণ্য বন্দরনগরী চট্টগ্রাম জেলা শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে চট্টগ্রামের মূল কেন্দ্র টাইগারপাস এলাকায় অবস্থিত বাটালি হিল। এই বাটালি হিল চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়, যার উচ্চতা ২৮o ফুট।
বন্দরনগরী চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেঁষে এবং ম্যাজিসট্রেড কলোনির পিছন দিয়ে পিচ ঢালা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে বাটালি হিলের রাস্তা।
এই বাটালি হিল অনেকের কাছে আবার “জিলাপি পাহাড়” নামেও পরিচিত। জিলাপি পাহাড় নামের কারণ এই পাহাড় বেয়ে উপরে উঠার রাস্তাটা জিলাপির প্যাঁচের মতো আঁকা-বাঁকা।
এই পাহাড়ের পথ বেয়ে উঠার সময় অন্য রকম এক অনুভুতি হয়। পাহাড়টির একদম চুড়ার নাম শতায়ু অঙ্গন। পুরো চট্টগ্রাম শহরকে একবারে যদি দেখতে চান তবে উঠতে হবে এই বাটালি হিলে। কারণ এখান থেকে পুরো শহর একনজরে দেখা যায়।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে যেকোনো বাসে চড়ে যেতে হবে চট্টগ্রাম। চট্টগ্রাম পৌঁছনোর পর সিএনজি করে চলে যেতে পারবেন বাটালি হিল। যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই বাটালি হিল।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.