রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল নওগাঁ জেলা। বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১৯৮৪-র পহেলা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হত, তা-ই বর্তমান নওগাঁ জেলা। নওগাঁ জেলার মোট ১১টি উপজেলা আর তিনটি পৌরসভা রয়েছে।
নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে ‘নও’ এবং‘ গাঁ’ শব্দ দু’টি হতে। এই শব্দ দু’টির অর্থ হলো নতুন গ্রাম। অসংখ্য ছোট ছোট নদীর রয়েছে এ অঞ্চলে। আত্রাই নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে উঠে, কালক্রমে তা-ই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রুপান্তরিত হয়েছে। ১৯৮৪ সালে নওগাঁ মহকুমা ১১টি উপজেলা নিয়ে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। নওগাঁ প্রাচীন পৌন্ড্রবর্ধন ভূক্ত এলাকা ছিল, অপর দিকে এটি আবার বরেন্দ্র ভূমির অবিচ্ছেদ্য অংশ ছিল। নওগাঁর অধিবাসীরা ছিল প্রাচীন পুন্ড্র জাতির বংশধর।
প্রাচীন কাল থেকেই নওগাঁ জেলা বৈচিত্র ভরপুর। এলাকাটি ছোট ছোট নদী বহুল হবার ফলে এ জেলা প্রাচীনকাল হ- তেই কৃষি কাজের জন্য উপযোগী। কৃষি কাজে উপযোগী এই এলাকাযর বিভিন্ন অঞ্চল নিয়ে অসংখ্য জমিদার গোষ্ঠী গড়ে উঠে।
নানান জাতি ও ধর্মের মানুষের সমন্বয়ে গঠিত নওগাঁ জেলায় রয়েছে মানব বৈচিত্র্য। প্রচুর পুরাতন মসজিদ, মন্দির,গীর্জা ও জমিদার বাড়ি এসব প্রমাণ করে নওগাঁ জেলা সভ্যতার ইতিহাস অনেক পুরাতন।
পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, বলিহার রাজবাড়ী, ভবানীপুর জমিদার বাড়ি, ঠাকুরমান্দা, জগদ্দল বিহার, দিব্যক জয়স্তম্ভ, রবি ঠাকুরের কুঠি বাড়ী, ভীমের পানটি, আলতাদিঘী জাতীয় উদ্যান, শালবন, আলতা দীঘি, জবই বিল, মাহীসন্তোষের মাজার, দিবরের দীঘি ইত্যাদি এই অঞ্চলের দর্শনীয় স্থান।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.