বান্দরবানের অপরূপ প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা কারো পক্ষে সহজে দেয়া সম্ভব নয়। এই বান্দরবান জেলায় অবস্থিত ডিম পাহাড় ভ্রমণপিপাসু মানুষদের কাছে বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রকৃতির অনাবিল সৌর্ন্দয আর বৈচিত্র্যময় পরিবেশে এ যেন প্রকৃতির দান! এই পাহাড়টি আলীকদম এবং থানচি উপজেলার একদম মাঝামাঝি অবস্থিত। এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারন করা হয়েছে।
এই পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্র সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ। ৩৩ কিলোমিটার সবুজাভ পাহাড়ে আঁকাবাঁকা সর্পিল পথ। এ পাহাড়ের চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ার ফলে স্থানীয়রা একে ডিম পাহাড় বলে থাকে।
শ্রাবণের ঘন বর্ষার দিনে এই এলাকাটি থাকে একদম মেঘাচ্ছন্ন। এখানে গেলে মনে হবে যেন রাস্তাগুলো মেঘের উপরে। আর এই রাস্তায় হাঁটলে মনে হবে যেন মেঘের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছি, সেই সাথে মেঘ ছুয়ে দেখার অবিজ্ঞতা তো থাকছেই।
বর্ষায় ভ্রমণে এলে পুরো রাস্তার অর্ধেকটাজুড়ে সাদা মেঘ সঙ্গী হয় বারবার। কাছে এসেও আবার যেন দূরে চলে যায় মেঘের দল। আর এই মেঘদল যেন বলতে আসে এখানে পথ হারালে ফিরে যাওয়া কঠিন হবে! ডিম পাহাড় এলাকাটি একদম ঘন সবুজ। পাহাড়ি রাস্তার ধারে ফুটে থাকে নাম না জানা নানা ধরণের পাহাড়ি ফুল।
১৯৯৯ সালে এ সড়কের নির্মাণ কাজ শুরু হয়। তবে পরে সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়ে দেয়, পাহাড়ের চূঁড়ায় সড়ক বানানো তাদের পক্ষে সম্ভব নয়। পরবর্তীতে ২০০১ সালে সেনাবাহিনী এ সড়ক নির্মাণের কাজ শুরু করে।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে বাস করে সরাসরি চকরিয়া বাস স্টেশন নামতে হবে। চকরিয়া থেকে বাসে করে আবার আলীকদম বাসস্টেশন যেতে হবে। সেখান থেকে জীপ গাড়ি অথবা বাস স্টেশন থেকে অটো রিক্সায় পানবাজার এসে ভাড়ায় চালিত মোটর বাইক নিয়ে ডিম পাহাড় যাওয়া যায়।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.