হোটেল জাকারিয়ার ডিম খিচুরি সর্ম্পকে অনেকেরই অজানা। হোটেল জাকারিয়া । অনেকের কাছে বার হিসেবে বেশি পরিচিত। যদিও তাদের একটা রেস্টুরেন্ট রয়েছে। খাবারের মানও বেশ ভালো। তবে হোটেল জাকারিয়ার ডিম খিছুরির আলাদা একটা সুনাম আছে।
মহাখালি ওয়ারলেস গেটে হোটেল জাকারিয়া বা বার জাকারিয়া সবাই এক নামে চেনে। এদের রেস্টুরেন্টটি দোতালায়। অবশ্য টপ ফ্লোরেও একটি ছোট রেস্টুরেন্ট রয়েছে। খিচুরি খেতে চাইলে আগে থেকে ফোন করে অর্ডার করতে হবে অথবা গিয়ে অর্ডার করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
একটু আলাদা স্বাদের খিচুরি খেতে চাইলে হোটেল জাকারিয়ার ডিম খিচুরি ট্রাই করা উচিত। এখানে যদিও বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায় তবুও খিচুরিটা ডিম দিয়েই ট্রাই করতে হবে। দুজন খেতে চাইলে দাম পড়বে খিচুরি ২৫০টাকা আর ডিম ১০০টাকা। অথ্যাৎ সব মিলিয়ে খরচ হবে ৩৫০++
Tags
Promo Video
Gallery - Photos
Items Reviewed - 1
Add Reviews & Rate
You must be logged in to post a comment.
Ali Faisal Dip
ঢাকায় এত ভালো স্বাদের সবজি খিচুরি আর কোথাও নেই। ডিম ভাজি দিয়ে এই খিচুরির স্বাদ না খেলে বোঝা অসম্ভব।
July 17, 2018 10:31 pm