প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাক্ষেত্র বাংলাদেশ। আর এই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে হাওর অঞ্চল। এসব হাওরগুলোর প্রাকৃতিক মনোলোভা সৌন্দর্য সবসময়ই ভ্রমণ পিয়াসুদের হাতছানি দিয়ে ডেকে যায়।
বর্ষার জলে ভাসা হাওরের পানে মনটা ছুটে যেতে চায় বার বার। হাওরের প্রকৃতি, পরিবেশ, এখানকার মানুষের জীবনযাত্রা কাছ থেকে অবলোকন করতে চাইলে যেতে হবে হাওরে। আর ঠিক এমনই মনকাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হাওর ডিঙ্গাপোতা হাওর।
ডিঙ্গাপোতা হাওর আমাদের দেশের বড় বড় হাওরগুলোর মধ্যে একটি। এটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে অবস্থিত। বর্ষাকালে এই হাওরের জলের ঢেউ আর হেমন্তে দুই ধারে থাকা সোনালি-সবুজে মাখা ধান দেখে প্রাণ জুড়িয়ে যায় পর্যটকদের। এই হাওর পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনার দুয়ার।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জে সরাসরি কোনো বাস নেই। তবে এখানে ট্রেনে যাওয়া যায়। ঢাকা থেকে এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে করে সরাসরি মোহনগঞ্জে যেতে পারবেন। স্টেশনে পৌঁছে অটো অথবা লেগুনা করে খুব সহজেই যেতে পারবেন এই ডিঙ্গাপোতা হাওরে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.