ডামতুয়া ঝর্ণা বান্দরবান জেলার আলিকদম উপজেলায় অবস্থিত। এই ঝর্ণাটি বিভিন্ন নামে মানুষের কাছে পরিচিত। এটি আলিকদম উপজেলার মুরং এলাকায় অবস্থিত। মুরং ভাষায় ঝর্ণাটি যে ঝিরিতে অবস্থিত তাকে ‘তুক অ’ বলা হয়। ‘তুক’ এর অর্থ ব্যাঙ এবং ‘অ’ অর্থ ঝিরি। সর্বোপরি ‘তুক অ’ অর্থ ব্যাঙ ঝিরি।
ডামতুয়া অর্থ খাড়া আকৃতির দেয়াল, যেটি বেয়ে ব্যাঙ বা মাছ উপর দিকে উঠতে পারে না। আর ওয়াজ্ঞাপারাগ অর্থ পাহাড় বা উচুঁ স্থান থেকে যে পানি পড়ছে। তুক অ, ডামতুয়া এবং ওয়াজ্ঞাপারাগ-সহ এই ঝর্ণাটিকে একাধিক নামে ডাকা হয়ে থাকে।
এখানে দুই দিক থেকে পানি পড়ার কারণে ঝর্ণাসহ খোলা স্থানটি চাঁদের আলোতে অন্য রকম সৌন্দর্য ধারণ করে। এজন্য অবশ্য একে স্থানীয় মুরং ভাষায় “লামোনই” ঝর্ণা বলা হয়। ‘লামো’ অর্থ চাঁদ ও ‘নই’ অর্থ আলো। লামোনই অর্থ চাঁদের আলো।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে চকরিয়া – আলিকদম – পানবাজার হয়ে ১৭ কিলোমিটার যেতে হবে। অথবা বান্দরবান থেকে থানচি হয়ে ১৭ কিলোমিটার যেতে হবে। ১৭ কিলোমিটার হল আলিকদম ও থানচির অপরূপ সৌন্দর্যের পাহাড়ি রাস্তা। ১৭ কিলোমিটার এর পাশে আদু পাড়ার অবস্থান।
আদু পাড়া থেকে পামিয়া মেম্বার পাড়া – তামতই পাড়া – নামসাক পাড়া – কাখই পাড়া হয়ে ঝর্ণায় যেতে হবে। আদু পাড়া থেকে ঝর্ণায় আসা যাওয়া মিলিয়ে ৬ ঘণ্টার মত লাগবে। এর আশে পাশেও কিছু ঝর্ণা আছে তাই দুই রাত থাকার সময় নিয়ে গেলে ভালোভাবে দেখে আসতে পারবেন। তবে বর্ষায় গেলে এর আসল সৌন্দর্য দেখতে পারবেন।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.