নওগাঁ জেলার পৌরসভার ভেতর ভবানিপুর গ্রামে প্রায় ১০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্র ডানা পার্ক। গ্রামের নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এই পার্কটি ইতিমধ্যেই বিনোদন প্রেমীদের মন কেড়েছে।
এই পার্কটিতে দুটি সুইমিং পুল, কমিউনিটি সেন্টার, পিকনিক কর্নার ও সাথে পিকনিকের বাবস্থা রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, পিচ্ছিল, মই এবং নানান ধরনের মজাদার সব রাইড। এই পার্কটিতে একটি পুকুর রয়েছে যেখানে নৌকা রয়েছে আর এই নৌকায় চড়ে পুরো জায়গাটির সৌন্দর্য উপভোগ করা যায় খুব সুন্দরভাবে।
এখানে বেশ কিছু ভাস্কর্য রয়েছে। তার মধ্যে রয়েছে হাতি, হরিণ, ব্যাঙ, ক্যাঙ্গারু, জলপরি, বক, পরি, জিরাফ। এখানে আরেকটি ভিন্ন রকম জিনিষ রয়েছে; সেটি হচ্ছে দেয়ালে লিখনের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
এই পার্কটিতে প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। আর ভিন্ন ভিন্ন রাইডের মূল্য ১০ টাকা এবং পুকুরে নৌকা চরার জন্য খরচ করতে হবে ৫০ টাকা।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে বিভিন্ন গাড়ি নওগাঁ যায়। নওগাঁ সদর থেকে রিক্সা নিয়ে খুব সহজেই চলে যেতে পারবেন ডানা পার্কে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.