অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। রয়েছে সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ, পাহার, নদী, বন, পার্ক সহ ঐতিহাসিক বহু স্থাপনা ও নিদর্শন।
তেমনিই একটি নিদর্শন রাজবাড়ির নলিয়া জোড় বাংলা মন্দির। বালিয়াকান্দি থেকে একটু দূরে নলিয়াগ্রামে দুটি মন্দির পাশাপাশি অবস্থিত। এটি সকলের কাছে জোড় বাংলা মন্দির নামে পরিচিত। এই দুটি মন্দিরের মধ্যে একটির চূড়া থাকলেও অপরটির চূড়া এখন আর অবশিষ্ট নেই।
মন্দির দুটির নির্মাণ করা হয় ১৬৫৫ সালে। এর নির্মানশৈলী উড়িষ্যার গৌরীয় রীতি মেনে করা হয়েছে। রাজা সীতারাম রায় এ মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী কৃষ্ণ রাম চক্রবর্তী রাজার অনুরোধে নলিয়া গ্রামে এসেছিলেন এবং পরে দেব মন্দির ও বিগ্রহগুলির রক্ষনাবেক্ষনের দায়িত্বভার গ্রহণ করেন।
যেভাবে যাবেন:
ঢাকার গাবতলী থেকে বেশ কিছু বাস রাজবাড়ি যাওয়া-আসা করে। রাজবাড়ি থেকে খুব সহজে বালিয়াকান্দি যাওয়া যায়। বালিয়াকান্দি থেকে জোড় বাংলা মন্দিরের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
বালিয়াকান্দি বাস স্টান্ডে নেমে অটো, ইজিবাইক, বাস অথবা নসিমন (স্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ে জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম গেলে জোড় বাংলা মন্দিরটি দেখতে পাবেন। ফরিদপুরের মধুখালি উপজেলা থেকে খূব সহজেই এ স্থানটি দর্শন করা যেতে পারে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.