বাংলাদেশের বরিশাল জেলায় একসময় নৌপথে অনেক দেশের ব্যবসায়ীরা আসতেন। বরিশালের নলছিটিতে লবণ ও সুপারীর ব্যবসা হতো বেশি। এখানে চায়না ব্যবসায়ীরা বেশি আসতো, তারা চীন থেকে বিভিন্ন পণ্য এনে আমাদের দেশে বিক্রি করতো আর ফেরার সময় লবণ ও সুপারী নিয়ে যেতো।
চীনাদের আনাগোনা বেশি থাকার ফলে নলছিটির পুরোনো এই বাজারকে চায়না বাজার বলা হতো। সেই চায়না বাজার এখন আর নেই। তবে চায়না ব্যবসায়ীদের স্মৃতি হিসেবে রয়ে গেছে একটি কবর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ‘চায়না কবর’টি।
স্থানীয় জনগণের কাছ থেকে জানা যায়, এই কবরটি একজন চায়না ব্যবসায়ীর। তবে এই ব্যবসায়ী কবে, কখন এসেছিলেন, কিভাবে মারা গেছেন, তার ধর্ম কি ছিল, আর তাকে কেনই বা এখানে কবর দেয়া হয়েছিল তা কেউই বলতে পারেননি। এখানকার মানুষ শুধু জানে এটি একজন চীনা ব্যবসায়ীর কবর।
কবরটি প্রায় ৭ ফুঠ লম্বা এবং এর আকৃতি আয়তাকার নয় বরং কোণাগুলো গোলানো। কবরটির চারপাশ ইট দিয়ে বাঁধাই করা ও কিছুটা উঁচু করে ঢালাই করা। ধারণা করা হয় ব্যবসার কাজে এসেই কোনো চায়না ব্যবসায়ী মৃত্যুবরণ করলে তাকে এখানে শায়িত করা হয়।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.