চাঁদপুর; ইলিশের বাড়ি খ্যাত জেলা - Hosted By S. faisal
ইলিশের বাড়ি চাঁদপুর জেলা চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার মানুষ আতিথিয়তার জন্য বেশ সুনাম কেড়েছে। ১৯৮৪ সালে ৮টি উপজেলা কচুয়া, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি, হাইমচর, হাজীগঞ্জ নিয়ে গঠিত হয় চাঁদপুর জেলা।
বার ভূঁইয়াদের সময়ে চাঁদপুর এলাকা বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এখানে তিনি একটি শাসনকেন্দ্র তৈরি করেছিলেন। সেই জমিদার চাঁদরায়ের নাম অনুসারেই এই এলাকার নাম হয়েছে চাঁদপুর বলে মত দিয়েছেন ঐতিহাসিক জে এম সেনগুপ্ত।
আরেকটি মত অনুযায়ী, চাঁদপুর শহরের পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুযায়ী এই অঞ্চলের নামকরণ চাঁদপুর হয়েছে। আবার অনেকের মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন পরবর্তীতে তার নামানুসারেই এখানকার নাম হয়েছে চাঁদপুর।
চাঁদপুর জেলা প্রাচীন সমতট রাজ্যর অন্তর্ভুক্ত ছিল। পূর্বে গুপ্ত পাল ও সেন বংশের রাজারা এই এলাকা শাসন করে গেছেন। এই জেলায় আজও বাঙালীর ঐতিহ্য ভরা বেশ কিছু মেলা উদযাপিত হয়ে থাকে যেগুলো চলে আসছে শত শত বছর ধরে। তেমনই কিছু মেলা হল ঐতিহ্যবাহী লেংটার মেলা, মেহের কালী বাড়ীর কালীপূজার মেলা, মুক্তিযুদ্ধের বিজয় মেলা, আষ্টার মহামায়ার বৈশাখী মেলা, পহেলা বৈশাখের মেলা ইত্যাদি।
এ জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। সেগুলো হলো: তিননদীর মোহনা, হযরত রাস্তি শাহ (রঃ)-এর মাজার ও দিঘি, ইলিশ চত্বর, শপথ চত্বর, অরুণ নন্দী সুমিংপুল, চৌধুরী বাড়ি, ডিসির বাংলো, লোহাগড় মঠ, রূপসা জমিদার বাড়ি, কড়ৈতলী জমিদার বাড়ি, হাজীগঞ্জ বড় মসজিদ, চাঁদপুর স্টেডিয়াম, রক্তধারা।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.