চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান ডিসি হিল বা ডিসির পাহাড়। বর্তমানে এর আনুষ্ঠানিক নাম নজরুল স্কয়ার। দিনের শুরু থেকে রাত অবধি নানারূপে সজ্জিত হয় এই পার্কটি। প্রতিদিনই বয়োবৃদ্ধের প্রাতভ্রমণ আর কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আড্ডায় মুখর থাকে এই ডিসি হিল পার্ক।
এই পাহাড়ের চূড়ায় এক সময় চাকমা রাজা থাকতেন। কালক্রমে সেখানে জেলা প্রশাসকের (ডিসি) বাংলো তৈরি হলে ডিসির পাহাড় বা ডিসির হিল নামে অধিক পরিচিতি লাভ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় আসতেন ডিসি পাহাড়ের পাদদেশে অবসর যাপন করতে। কবিতাও লিখেছেন বেশ কয়েকটি। তার স্মরণার্থে এটিকে ‘নজরুল স্কায়ার’ নামকরণ করা হলেও এখনো মানুষে কাছে ডিসি হিল নামেই অধিক সমাদৃত।
এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম জেলা কমিশনারের (ডিসি) সরকারি বাসভবন অবস্থিত। পাহাড়টির চারিদিকে অনেক সুউচ্চ গাছ রয়েছে। একসময় এই স্থানটিকে পার্ক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীকালে আর পার্ক করা হয়নি।
প্রতিবছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদযাপন করার মধ্য দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরত্ব ধারণ করেছে। এছাড়াও এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবসসমূহ পালন, মঞ্চনাটক, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।
ইতিহাস থেকে জানা যায়, ইংরেজ শাসনামলের গোড়ার দিকে এখানে চাকমা রাজার বাড়ি ছিলো। পরবর্তীতে এখানে চট্টগ্রামের জেলা কমিশনারের (ডিসি) বাংলো স্থাপিত হওয়ায় কালক্রমে এই পাহাড় ডিসি হিল নামে ব্যাপক পরিচিতি লাভ করে। কবি কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় এখানে প্রায়ই আসতেন অবসর কাটাতে। জাতীয় কবির এই আগমনকে স্মরণীয় করে রাখতে ১০ এপ্রিল ২০০৫ সালে ডিসি হিলের নতুন নামকরণ করা হয় নজরুল স্কয়ার।
১৯৭০ এর দশকের শেষভাগ থেকেই এখানে পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসব পালিত হয়ে আসছে। পহেলা বৈশাখের অনুষ্ঠান আগে ইস্পাহানী পাহাড়ের পাদদেশে উদযাপন করা হলেও ১৯৭৮ সালে এই উৎসব ডিসি হিল পার্কে সরিয়ে নেয়া হয়।
১৯৭৮ সালের উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন ওয়াহিদুল হক, নির্মল মিত্র, মিহির নন্দী, অরুন দাশ গুপ্ত, আবুল মোমেন সুভাষ দে প্রমূখ। প্রথম দিকে প্রত্যেক সংগঠন থেকে দুইজন করে নিয়ে একটি স্কোয়াড গঠন করা হত। সেই স্কোয়াডই সম্মিলিত সঙ্গীত পরিবেশন করতো। ১৯৮০ সাল থেকে সংগঠনগুলো আলাদাভাবে গাণ পরিবেশন শুরু করে। পরে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ যুক্ত হওয়ার পর অনুষ্ঠানে নাটকও যুক্ত হয়েছ।
যেভাবে যাবেন:
ডিসি হিল চট্টগ্রাম শহরের নন্দনকান বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত। জিসি মোড় থেকে রিকশা করেই যাওয়া যায়।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.