বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। শহরটি বন্দরনগরী নামেও পরিচিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এটি এশিয়ায় ৭ম এবং বিশ্বের ১০ম দ্রুততম ক্রমবর্ধমান শহর।
এই শহরে দেখার মতো অনেক স্থান রয়েছে। তারমধ্যে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন অন্যতম। চট্টগ্রাম শহরের পরীর পাহাড়ে অবস্থিত একটি প্রশাসনিক ভবন।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৩ সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে। এসময় প্রশাসনিক কাজের জন্য এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এর আয়তন ১ লাখ ৫৩ হাজার বর্গফুট। এছাড়া এতে শতাধিক কক্ষ রয়েছে। এখান থেকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যাবলী পরিচালিত হয়। এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত।
বর্তমানে পুরাতন ভবনে কার্যক্রমের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনের পাশে নতুন নির্মিত হয়েছে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.