বাংলাদেশের প্রাচীন জনপদ পঞ্চগড় জেলা। এই জেলা থেকে হেমন্ত ও শীতকাল উপভোগ করা যায় খুব ভালোভাবে। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে খুব বেশি। বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে সমতল ভূমিতে চা বাগানের অনবদ্য সৌন্দর্য্য। এখানেই রয়েছে বাংলাদেশের একমাত্র রকস মিউজিয়াম। এছাড়াও পঞ্চগড়ে রয়েছে অনেক দর্শনীয় স্থান। তেমনই একটি দর্শনীয় স্থান ‘গোলকধাম মন্দির’।
এটি বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। মন্দিরটি মূলত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা গ্রামে অবস্থিত। দেবীগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর পশ্চিমে মন্দিরটি অবস্থিত।
মন্দিরটির গায়ে এর নির্মাণকাল ১৮৪৬ সাল উল্লেখ আছে। মন্দিরটি অষ্টাদশ শতকের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শণ। এ স্থাপত্য কৌশল গ্রীক পদ্ধতির অনুরূপ। মন্দিরটি গোলককৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয় এবং তার নামেই নামকরণ করা হয়।গোলকধাম মন্দিরটি একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের ওপর স্থাপিত ছয়কোণাকার মন্দির। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। মন্দিরের চতুর্দিকে গাছপালা দিয়ে ঘেরা।
দেবীগঞ্জ উপজেলা সদর হতে রিক্সা, ভ্যান, অটো বাইক এর মাধ্যমে সহজেই যাওয়া যায় মন্দিরে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.