গাজীপুর; শতবর্ষের ঐতিহ্যে ভরা প্রাচীন জনপদ - Hosted By S. faisal
ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল গাজীপুর । ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রণে ভরপুর এই জেলা। ইতিহাস খ্যাত ভাওয়াল পরগণার গহীন বনাঞ্চল আর গৈরিক মৃত্তিকা কোষের টেকটিলায় অতি সুন্দর ঐতিহাসিক এ জনপদ ১৯৮৪ সালে গাজীপুর জেলা হিসেবে প্রতিষ্ঠা পায়। মোগল-বৃটিশ-পাকিস্তান সব শাসনামলেই ঘটিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের যথেষ্ট বীরত্বপূর্ণ ভূমিকা ছিল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা পর্বে এ গাজীপুরেই প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ সংঘটিত হয়। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদর দপ্তর, শিক্ষা প্রতিস্থান, সব শ্রেণীর শিল্প কারখানা রয়েছে এই অঞ্চলে। তাছাড়া আমাদের দেশের একমাত্র হাইটেক পার্ক ও তৈরি পোশাক শিল্পের বিরাট একটা অংশ এখানে অবস্থিত।
মুসলমানদের বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমাও অনুষ্ঠিত হয় গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে। বিভাগীয় শহর ঢাকার সাথে দেশের উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে গাজীপুর গেইটওয়ে হিসেবে ব্যবহার হয়।
গাজীপুর জেলা শতবর্ষের ঐতিহ্যে ভরা এক প্রাচীন জনপদ। এখানকার সভ্যতা প্রায় ২৫০০-৩০০০ বছরের পুরনো। মৌর্জ শাসনামলে নির্মিত দরদরিয়া দূর্গ, সম্রাট অশোকের আমলের সাকেশ্বর স্তম্ভ, ঢোল সমুদ্রের বৌদ্ধ বিহার, বৌদ্ধ আমলের ভবাক ও ভাকুরাই নামে জনপদীয় শাসন এই অঞ্চলের প্রায় আড়াই হাজার বছরের ইতিহাসের কথা সকলকে মনে করিয়ে দেয়।
হাজার বছরের পুরনো এই শহরে বেশ কিছু পুরাকীর্তি স্থাপনাও রয়েছে। ইন্দ্রাকপুর, শৈলাট, একডালা দুর্গ, সাকাশ্বর বৌদ্ধস্তম্ভ, কপালেশ্বর ও ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী এসব পুরাকীর্তি স্থাপনা আজও ইতিহাসের স্মৃতি চিহ্ন মাথায় নিয়ে দাড়িয়ে আছে।
গাজীপুর জেলার প্রাকৃতিক সম্পদ বলতে গ্যাস ক্ষেত্রগুলোর কথাই বলা হয়। কামতা ও কাপাসিয়া গ্যাস ক্ষেত্র এখানে অবস্থিত। যদিও কামতা গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখান থেকে নতুন ক্ষেত্র খুজে বের করার চেষ্টা চলছে।
এই জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। সেগুলো হলো: ভাওয়াল রাজবাড়ী, বঙ্গবন্ধু সাফারি পার্ক, নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা, নুহাশ পল্লী, শ্রীফলতলী জমিদার বাড়ী, জাগ্রত চৌরঙ্গী, ভাওয়াল জাতীয় উদ্যান ইত্যাদি।
এছাড়া রাজধানী ঢাকা থেকে অল্প দূরত্বের কারণে গাজীপুরে বেশকিছু রিসোর্ট গড়ে উঠেছে। জেলার প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে অর্ধ-শতাধিক বেসরকারি রিসোর্ট। এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে সবসময়। গাজীপুরের কিছু উল্লেখযোগ্য রিসোর্ট হলো: নক্ষত্রবাড়ী, ছুটি রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা, অঙ্গনা রিসোর্ট, রাজেন্দ্র রিসোর্ট, সোহাগপল্লী, ড্রিম স্কয়ার, সাবাহ গার্ডেন রিসোর্ট, সী গাল রিসোর্ট, আনন্দ রিসোর্ট।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.