পাহাড়, সাগর, আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, বন্যপ্রাণীর অভয়ারণ্য, ঝাউবন, ঝুলন্ত সেতু, সমুদ্রবন্দর; কি নেই বন্দর নগরী চট্টগ্রামে। এই জেলার অন্যতম আকর্ষণ হল এর সমুদ্র সৈকতগুলো। এখানে যে কয়টি সুন্দর সৈকত আছে তারমধ্যে সৌন্দর্যের দিক থেকে খেজুরতলা বীচ অনেকটা এগিয়ে। এর অপরূপ রূপে মুগ্ধ হবেন যেকেউ।
এই বীচের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে হবে ভোরে অথবা পড়ন্ত বিকেলে। এ সময় এক অপরূপ রূপে সেজে উঠে এই খেজুরতলা বীচ। এই বীচ থেকে একইসঙ্গে পতেঙ্গা আর নেভাল, এই দুইয়ের সৌন্দর্যই উপভোগ করা যায়।
এখানকার বাঁধ এর উপর বসে সমুদ্রের বিশালতা দেখে প্রান জুড়িয়ে যায়। সুন্দর এই সমুদ্রের তীর ধরে হেঁটে যেতে যেতে অবলোকন করা যায় এখানকার জেলেদের জীবন যাত্রা।
সমুদ্রের ঢেউ এর শব্দ কানে যেন মধুর মতো লাগে। সাগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জেলে নৌকোর টিমটিমে আলো আর দূর সমুদ্রে স্থবির জাহাজগুলোর সোডিয়াম আলো আপনাকে নিয়ে যাবে এক অন্য ভুবনে। ঠিক যেন মহাকালের স্থির হয়ে দাঁড়িয়ে থাকার অনবদ্য এক দৃশ্য। এখানে কাটানো মুহূর্তগুলোতে আপনার মন হয়ে উঠবে প্রশান্তিময়।
যেভাবে যাবেন:
ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ, মহাখালী বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে করেই সীতাকুণ্ড যেতে পারেন। এস আলম, শ্যামলী, সৌদিয়া, ইউনিক, হানিফ, ঈগল, এনা, সোহাগ টি আর প্রভৃতি এসি ও নন-এসি বাস চট্টগ্রাম যায় প্রতিদিন।
চট্টগ্রাম শহরের যেকোনো জায়গাতেই নামুন না কেন আপনাকে আসতে হবে ষ্টীলমিল বাজারে। সেখান থেকে হাতের ডান দিক বরাবর (দক্ষিণ-পশ্চিম) যে রাস্তা গেছে সেখান থেকে অটোবাইক/রিকশা নিয়ে ১০ মিনিটেই পৌঁছে যাবেন খেজুরতলা বীচ।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.