শান্ত নদী তিতাসের কূল ঘেঁষে গড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া জেলার রূপ, প্রকৃতি খুব শান্ত ও নির্মল। আর এই শহরের রূপ আরো বাড়িয়ে দিয়েছে আবি রিভার পার্ক। জেলার উল্লেখযোগ্য যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে এই পার্কটি অন্যতম।
ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র এই আবি রিভার পার্ক। এটি জেলা সদর থেকে দক্ষিণ প্রান্তে কুরুলিয়া খালের তীরে অবস্থিত। এই পার্কে সকলের বিনোদনের জন্য নানান রকম ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া বাচ্চাদের মজা দেয়ার জন্য রয়েছে দোলনা, টয় ট্রেন, নাগরদোলা, বিভিন্ন রাইড। এখানে রয়েছে অনিন্দ্য সুন্দর পানির ঝর্ণা, রয়েছে ডাইনাসোরের বড় প্রতিকৃতি।
পার্কটির একপাশে রয়েছে একটি কনভেনশন সেন্টার। পার্কের ভেতরে রয়েছে একটি লেক যেখানে মন চাইলে প্যাডেল চালিত নৌকা চালাতে পারবেন। দেশের যেকোনো প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বেড়াতে আসতে পারবেন এই পার্কে।
আবি পার্কের নৌকা ঘাটটি খুবই মনোমুগ্ধকর। নৌকা ঘাটটি তৈরি করা হয়েছে হাঙর নদীর মাথার প্রতিকৃতির মতো করে।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সড়ক পথে যেতে পারেন। সেখানে পৌঁছে জেলা শহর থেকে রিক্সা নিয়ে যেতে পারেন আবি রিভার পার্কে।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.