সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে রাজাকান্দি সংরক্ষিত বনাঞ্চলের চারটি বিটের একটি আদমপুর বিট। স্থানীয় লোকজনের কাছে অবশ্য এটি কাউয়ারগলা বিট নামেই বেশি পরিচিত। রাজাকান্দি সংরক্ষিত বনাঞ্চলের চারটি বিটের মধ্যে এই আদমপুর বিটটিই আয়তনে সবচেয়ে বড়, এর আয়তন প্রায় তেরো হাজার আশি একর। সীমান্তের সাথে থাকা এই জঙ্গলটি পেরুলেই ত্রিপুরা রাজ্য।
আদমপুর জঙ্গলটির বেসিরভাগ জায়গা জুড়ে রয়েছে উচু নিচু টিলা। এখানকার বড় বড় গাছগুলোর নিচ দিয়েই চলে গেছে পায়ে হাঁটার রাস্তা। কোথাও কোথাও দুটি টিলার মাঝখান দিয়ে চলে গেছে হাঁটার রাস্তা। এই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি যে জিনিসটি চোখে পরে সেটি হলো বানর। এই বানরের সাথে সাথে আরো দেখা যায় মুখপোড়া হনুমান, চশমা হনুমান, উল্লুক, মেছো বাঘ ও মায়া হরিণ ও দেখতে পাওয়া যায়।
এদের মধ্যে উল্লুক খুব কমই দেখা যায়। তবে গভীর জঙ্গলে এদের ডাক শোনা যায় আর চশমা হনুমান ও মুখপোড়া হনুমান হরহামেশাই দেখা যায়। এ জঙ্গলে আবার ভাল্লুক ও আছে,মাঝে মাঝে এদের আক্রমণের খবর পাওয়া যায়। এখানে নানান প্রজাতির পাখিও দেখা যায়। এই জঙ্গলে আরো পাওয়া যায় বড় বড় বাঁশ যেগুলো বর্ষা মৌসুমে ছড়া পথে নামানো হয়।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে বাস অথবা রেল যোগে প্রথমে যেতে হবে শ্রীমঙ্গল। তারপর সেখান থেকে স্থানীয় যানবাহনে করে কমলগঞ্জ। কমলগঞ্জ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই জঙ্গলে অটোতে করেই যাওয়া যায়। আর যদি শুকনো মৌসুমে যান তবে গাড়ি নিয়ে গেলে বনের বাংলো পর্যন্ত যাওয়া যায়।
Add Reviews & Rate
You must be logged in to post a comment.